বুধবার, ২৩ নভেম্বর, ২০১১

টিপাইমুখের তথ্য জানতে ভারতে যাবে প্রধানমন্ত্রীর বিশেষ দূতঃ গতবার গেছিল আব্দুর রাজ্জাক, টিপাইতে না টিপতে।


এবারের খবরঃ বিতর্কের ঝড় বয়ে যাওয়া টিপাইমুখ বাঁধ নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের নির্ধারিত প্রশ্নোত্তরকালে মো.ফজলুল আজিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, তথ্য জানতে খুব শিগগিরই ভারতে বিশেষ প্রতিনিধি পাঠানো হবে বলে । প্রধানমন্ত্রী বলেন, পত্রিকায় খবর দেখার পরপরই আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ করেছি। কী হচ্ছে সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছি। খুব শিগগিরই এ বিষয়ে তথ্য জানার জন্য বিশেষ প্রতিনিধি পাঠাচ্ছি।

গতবারের খবর নিয়ে একটি পোষ্টঃ আপনে টিপাই গেলেন, না টিপাইলেন কিছুইত বুজলাম না। আপনার জিপিএস ট্রাভল হিস্ট্রীটা দেখান দেহি।
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১০:৩২

জনাব মহোদয় রাজ্জাক ! বৃষ্টির জন্য হেলিকপ্টার আপনারে নিয়া কোথায়, কিসের উপর দিয়া ঘুরছে ? এই দিকে কি খালি পাহাড় ছিল ? না খালি জঙ্গল ছিল ? আপনারে তো জৈন্তা আর জকিগনঞ্জ দেহাইয়া ছাইড়া দেয় নাই আবার ?

কিছু মনে নিবেন না। বিষয় টা প্রক্টিকেল কিনা, তাই। আপনের GPS কই ? সাথে কি খালি সুটকেস আর আন্ডারপেনই নিছলেন ? কই দেহি আপনের GPS টার টাবল হিষ্ট্রি -ভ্রমন ইতিহাস- দেহান ? খালি লাফ মারেন ! আমি যামু ! আমি যামু ! বয়স অইছে এহন একটু আরাম করেন।

আপনে টিপাই গেলেন, না টিপাইলেন, না খালি টিইপ্পা আইলেন কিছুই বুজলাম না। গেলেন বিমানে চইরা আর কইনা কই গুইরা আইয়া কন কিছুই দেহেন নাই। ওই হানে কিছুই অইতাছে না।অথছ আমরা পুরা বাঁধের ছবি দেখতাছি। কি দেহেন নাই ? দেহান ?

টিপাই মুক যাবেন তো জকিগনঞ্জ যান, বরাকে নৌকায় উডেন, আথবা নদীর পার দইরা আডেন। বিশী দূরে না । আমাদের লোকজন প্রতিদিন এর চেয়ে বেশী হাটে।দৌড়াইয়া যে গেলেন, সরেজমিনে পরিদর্শন কারে কয় জানেন ? সরেজমিন হইল !জমিনে যাবেন। আসেপাশের পাইক পেয়দা সরাইয়া দিবেন। তারপর অন্তত দশজন লোক খুইজা বাইর কইরা, আলাদা আলাদা জিগাইবেন, "বাই ? এইডা কুন জাগা ? ঐ জাগার নাম কি ? এই হা ন কি অয় ? কেডা কেডা আয় ? কবে কবে আয় ইত্যাদি।

কই গেলেন ? কি দেকলেন আর কি কন ? কিছুই বুজাইতে পারলেন না । অইহান কিছু থাহুক, আর নাথাহুক, আপনের এইডা কিছুই অয় নাই । আর যদি দেহি কোন দিন লাপ দিছেন নীচে কব্বরের ডালা খুইল্লা দিমু কইল, এক্কের !!!

বয়স হইছে এখন বাড়ি যান, নাতি নাতনি লইয়া বাকি দিন গুলা একটু সুখে শান্তিতে কাডান।সারা জীবন কত কষ্ট করলেন। জাতি তার বয়স্কদের শ্রদ্ধা করতে চায়, আপনাদের মত বয়বৃদ্ধদের আর কষ্ট দিতে চায়না।এক পাউ কবরে দিয়া রাখছেন শেষ কয়টা দিন জাতি আপনাদের এট্টু বিশ্রাম দিত চায়।পবিবার পরিজন লইয়া নিয়া ভোগ বিলাসে শেষ দিন গুলা কাডান। ইন্নালিল্লাহি......... রাজিউন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ