রাতের বুকে কালা বসে
আওয়াজ করে কান্না খোদ
পথের চোখে অশ্রু গলে
পথের ধারে এ কোন স্রোত
পক্ষিকুল আজ স্তব্ধ কেন
নিচ্ছে কিসের প্রতিশোধ
দৈবাৎ শোকের হাওয়া আসে
বোঝে না তো আমার বোধ
কান পেতে রই জিকির আসে
দাদা--দাদা তুমি কই
কান পেতে রই রব আসে
সঞ্জীব'দা তুমি কই--------------- !
তোমার শোকে চন্দ্রগ্রহন
চাঁদ নেমেছে মাটিতে
তোমার পড়শি পথের মানুষ
চুপসে বসে পাটিতে
কান পেতে রই জিকির আসে
দাদা--দাদা তুমি কই
কান পেতে রই রব আসে
সঞ্জীব'দা তুমি কই--------------- !
সুরার টানে সাকির খোঁজে
সাকিন হারা সেই তুমি
তোমার জন্যে এই অরণ্যে
নেমেছে আজ মরুভূমি
কান পেতে রই জিকির আসে
দাদা--দাদা তুমি কই
কান পেতে রই রব আসে
সঞ্জীব'দা তুমি কই--------------- !
আওয়াজ করে কান্না খোদ
পথের চোখে অশ্রু গলে
পথের ধারে এ কোন স্রোত
পক্ষিকুল আজ স্তব্ধ কেন
নিচ্ছে কিসের প্রতিশোধ
দৈবাৎ শোকের হাওয়া আসে
বোঝে না তো আমার বোধ
কান পেতে রই জিকির আসে
দাদা--দাদা তুমি কই
কান পেতে রই রব আসে
সঞ্জীব'দা তুমি কই--------------- !
তোমার শোকে চন্দ্রগ্রহন
চাঁদ নেমেছে মাটিতে
তোমার পড়শি পথের মানুষ
চুপসে বসে পাটিতে
কান পেতে রই জিকির আসে
দাদা--দাদা তুমি কই
কান পেতে রই রব আসে
সঞ্জীব'দা তুমি কই--------------- !
সুরার টানে সাকির খোঁজে
সাকিন হারা সেই তুমি
তোমার জন্যে এই অরণ্যে
নেমেছে আজ মরুভূমি
কান পেতে রই জিকির আসে
দাদা--দাদা তুমি কই
কান পেতে রই রব আসে
সঞ্জীব'দা তুমি কই--------------- !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন