বুধবার, ২৩ নভেম্বর, ২০১১

ডিস লাইনে এসব কিসের বিজ্ঞাপন??? বিশেষ মূহূর্তে অনাবিল সুখ পেতে এক ফাইলেই যথেষ্ট


স্থানীয় ডিশ লাইনের চ্যানেলে দিনরাত ২৪ ঘন্টা এক ফাইলেই যথেস্ট টাইপের বিজ্ঞাপন প্রায় ৪/৫ মিনিট পরপর প্রচারিত হচ্ছে। সেটা মফস্বল শহরেই হোক বা খোদ রাজধানীতেই হোক। ঢাকার এমন কোন পরিবার খুঁজে পাওয়া দায় যেখানে ডিশ লাইন নাই। পরিবারের ছোট/বড়, মা-বাবা, ভাই-বোন সকলে মিলে টিভি দেখছি, হঠাৎ করে শুরু হয়ে গেলো চরম অশ্লীল আর নোংরা ভাষার এসব বিজ্ঞাপনX(X(X( যৌনতা নিয়ে বিকৃত সব আজগুবী টাইপের চটকদার কথাবার্তা , অনেকটা গুলিস্থানের হকারের টাইপে চলে নোংরা সব ডায়লগ ( সম্ভবত রাস্তার হকারও এমন বাজে আর ইংগিতপূর্ণ কথা বলতে লজ্জা পাবে)

এছাড়া মেয়েলী বিভিন্ন রোগের , চিকন হোন, মোটা হোন , ক্যান্সার, ডায়াবেটিস....... এরকম হাজারো টাইপের রোগের আরোগ্যতা নিয়ে গ্যারেন্টি আর ওয়ারেন্টির প্রচার ........

জানি আপনারা সবাই দেখেছেন /শুনেছেন , তবুও এর কি কোন প্রতিকার নাই? প্রশাসনের উচূ তলার লোকেরা কি বাসায় ডিশ লাইনে কিছু দেখেন না? র‌্যাব,পুলিশ সবাই এসব দেখছে , কিন্তু কোন বিকার নাই। অবাক লাগে এসব নোংরা, আজগুবী, অশ্লীল বাস্তবতা বিবর্জিত বিজ্ঞাপন কিভাবে দিনের পর দিন প্রচার হচ্ছে? সাধারন মানুষ প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত। অথচ সবাই নিশ্চুপ !!!

বাসার ছোট ছোট বাচ্চারা যখন এসব দেখে/শুনে , তাদের মানসিক বিকাশ কিভাবে হচ্ছে? ছোট ভাইবোন বা মা-বাবার সামনে এসব বিজ্ঞাপন শুনলে দৌড়ে অন্য রুমে যাওয়া ছাড়া কোন উপায় থাকেনা......

জানি আমার এই লেখায় কিছুই হবেনা, তবুও ভাবি আমরা কোনদিকে যাচ্ছি? কোন পথে? সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই অশ্লীলতার বিষবাস্প যারা ছড়িয়ে দিচ্ছে তারা কি এতটাই ধরা ছোঁয়ার বাইরে যে র‌্যাব/পুলিশ/প্রশাসন কেউ এদেরকে থামাতে পারেনা? নাকি শর্ষের মধ্যেই ভূত???

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ