সোমবার, ২১ নভেম্বর, ২০১১

বঙ্গবন্ধু ৭৪ এনেছিলেন আমি ও ৭৪ এনে দেব চিন্তা করার কোন কারন নাই -- পরধানমনতিরি

সরকারের ব্যাংকঋণ নিয়ে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঋণের অর্থ জনকল্যাণেই কাজে লাগানো হচ্ছে। তিনি বলেন, ধার করে সরকার ঘি খাচ্ছে না। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় দেশে কোনো রিজার্ভ মানি ছিল না। তখন কি দেশ চলেনি? বিডি নিউজ, বাসস/দেশ টিভি।
গতকাল বঙ্গবন্ধু আন-র্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ধার করে সরকার ঘি খাচ্ছে না। ধার করে জনগণের জন্য কাজ করছে। এতে হতাশ হওয়ার কিছু নেই।’
খাদ্য কেনা, বিদ্যুৎ উৎপাদন, গ্যাস উত্তোলন বাড়ানোর কাজসহ জনগণের কল্যাণে সরকার নানামুখী কাজ করে চলেছে। এত কাজ করতে গেলে ব্যাংক থেকে ঋণ নিতে হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই।
চলতি অর্থবছরের প্রথম কয়েক মাসে ব্যাংক থেকে সরকারের নেয়া ঋণ নিয়ে অর্থনীতিবিদরা সমালোচনা করে আসছেন। সমালোচনা করছে প্রধান বিরোধী দলও। তবে সরকার বলে আসছে, এটি ‘চিন্তিত’ হওয়ার মতো কিছু নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ