"মাটির কুপি মিটি মিটি জ্বলছে...
একা ঘর,এক দুখিনি মা কাঁদছে...
বাতাসে বেদনার ভারী আওয়াজ... ফিরে পাওয়ার এ কোন আকুলতা?
সে তো গেছে না ফেরার দেশে... অবুঝ হৃদয় বোঝেনা,ভরপুর যে আবেগে...!
কি হয়েছিল তাঁর? বেয়োনেটের খোঁচায় কি সে কাতরেছিল?
নাকি গুলি বিঁধেছিল তার বুকে!
কিছুই তো জানা নেই!
তবে গিয়েছিল বলে, ফিরবে সে_
কিন্তু সে তার কথা রাখেনি...!
কিন্তু, সে তো তোমাকেই বাঁচাতে লড়ছে মা...
রেখেছে জীবন বাজি!
চল্লিশ বছর পড়েও সে যে ফিরে আসে,স্মরণ করে কোটি হৃদয়!
মাগো কিসের করো দুঃখ?
তোমার ছেলে যেখানেই আছে ভালোই আছে!
তুমি আফসোস করতে পারো বর্তমানকে নিয়ে!
পাথর চাপা দিয়ে বুক তোমার!
ঐ জানোয়ারগুলো আকাশ বাতাস করেছে কলুষিত,তবে নেই তাদের নিস্তার!
আমাদের ভাই এজন্যই কী প্রাণ দিয়েছিল?
যখন তুমুল তুফানে সকলে জর্জরিত! তখন তুমি চোঁখ মুছে পথ দেখাও মোদের,
ধ্বংস হবে সকল খারাপ আর অসংগতির!
এই স্বাধীনতা যে অর্জিত সান্তনা...!
তোমায় জানায় ক্ষণিকের বুজ!
স্নেহ ডোরে বাধো মোদের,মোরা যে অবুজ...!
মোরা বাঁচতে চাই গড়তে চাই দেশ... মিছে কিছু কুকুরের জন্যে এ আশা হতে পারেনা নিঃশেষ...!!!
একা ঘর,এক দুখিনি মা কাঁদছে...
বাতাসে বেদনার ভারী আওয়াজ... ফিরে পাওয়ার এ কোন আকুলতা?
সে তো গেছে না ফেরার দেশে... অবুঝ হৃদয় বোঝেনা,ভরপুর যে আবেগে...!
কি হয়েছিল তাঁর? বেয়োনেটের খোঁচায় কি সে কাতরেছিল?
নাকি গুলি বিঁধেছিল তার বুকে!
কিছুই তো জানা নেই!
তবে গিয়েছিল বলে, ফিরবে সে_
কিন্তু সে তার কথা রাখেনি...!
কিন্তু, সে তো তোমাকেই বাঁচাতে লড়ছে মা...
রেখেছে জীবন বাজি!
চল্লিশ বছর পড়েও সে যে ফিরে আসে,স্মরণ করে কোটি হৃদয়!
মাগো কিসের করো দুঃখ?
তোমার ছেলে যেখানেই আছে ভালোই আছে!
তুমি আফসোস করতে পারো বর্তমানকে নিয়ে!
পাথর চাপা দিয়ে বুক তোমার!
ঐ জানোয়ারগুলো আকাশ বাতাস করেছে কলুষিত,তবে নেই তাদের নিস্তার!
আমাদের ভাই এজন্যই কী প্রাণ দিয়েছিল?
যখন তুমুল তুফানে সকলে জর্জরিত! তখন তুমি চোঁখ মুছে পথ দেখাও মোদের,
ধ্বংস হবে সকল খারাপ আর অসংগতির!
এই স্বাধীনতা যে অর্জিত সান্তনা...!
তোমায় জানায় ক্ষণিকের বুজ!
স্নেহ ডোরে বাধো মোদের,মোরা যে অবুজ...!
মোরা বাঁচতে চাই গড়তে চাই দেশ... মিছে কিছু কুকুরের জন্যে এ আশা হতে পারেনা নিঃশেষ...!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন