সোমবার, ২১ নভেম্বর, ২০১১

সোনালী আঁশ পাট কোথায় হারিয়ে যাচ্ছে !

 পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। সেই ঐতিহ্যবাহী পাট আজ হারিয়ে যেতে বসেছে। যে জমিতে পাটের চাষ হত সেখানে আজ গড়ে উঠছে শিল্পকারখানা। তাছাড়া নানা প্রতিকূল পরিবেশের কারনে কৃষক উৎশাহ হারিয়ে ফেলছে।শহরে ঘরানা অনেক ছেলে-মেয়েরা হয়তো আজ পাট গাছ চিনেনা। জানেনা কিভাবে পাট গাছ থেকে আঁশ ছারিয়ে শোলা(পাটখরি)কে আলাদা করা হয়। তাই পাটখরি(শোলা) কিভাবে রাখা হয় তার একটি ছবি শেয়ার করলাম।
ছবিটি টাঙ্গাইলের ভুঁয়াপুর থেকে তুলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ