‘ককটেল পার্টি’ বিএনপি বিলীন হয়ে যাবে: কামরুল
ঢাকা, ১৯ নভেম্বর: আইনপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বিএনপিকে ‘ককটলে পার্টি’ আখ্যা দিয়ে বলেছেন, “যে দলটির কোনো সাংগঠনিক ভিত্তি নেই, কখনো জামায়াত কখনো বা রাজাকারের হাত ধরে পরিচালিত হয়, সে দল ক্রমান্বয়ে বিলীন হয়ে যাবে।” ‘আওয়ামী লীগের মধ্যে কোন্দল চরমে’- বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদের এই মন্তব্যের জবাবে শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় আইন প্রত্রিমন্ত্রী একথা বলেন।
আচ্ছা ব্লগাররা বলেন তো, কামরুলের আওয়ামী লীগ এহন এরশাদ সহ তের দলের পদ লেহন করতাছে কেন?
কামরুল আসলে একটা ককটেল নাকি মাথা ছোলা বোম।
ঢাকা, ১৯ নভেম্বর: আইনপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বিএনপিকে ‘ককটলে পার্টি’ আখ্যা দিয়ে বলেছেন, “যে দলটির কোনো সাংগঠনিক ভিত্তি নেই, কখনো জামায়াত কখনো বা রাজাকারের হাত ধরে পরিচালিত হয়, সে দল ক্রমান্বয়ে বিলীন হয়ে যাবে।” ‘আওয়ামী লীগের মধ্যে কোন্দল চরমে’- বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদের এই মন্তব্যের জবাবে শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় আইন প্রত্রিমন্ত্রী একথা বলেন।
আচ্ছা ব্লগাররা বলেন তো, কামরুলের আওয়ামী লীগ এহন এরশাদ সহ তের দলের পদ লেহন করতাছে কেন?
কামরুল আসলে একটা ককটেল নাকি মাথা ছোলা বোম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন