ক্ষুদ্র বিনিয়োগকারীদের বাঁচাতে একের পর এক উদ্যোগ নেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় বিভিন্ন ফান্ডসমূহের কোনখান থেকে কত অনুদান নিতে হবে তাও বলা হচ্ছে। আমাদের স্বনামধন্য ইকোনমিষ্ট ও অর্থনীতিবিদই বটে! সেই সাথে আমাদের জনতাও, জুয়ার আসরে হেরে গিয়ে ইশ্বর, ভগবানসহ সমস্ত পক্ষকে দোষারপ করাটা স্বাভাবিকই বটে। আমি ছোট থেকেই নাকি আর্থিক ব্যাপারগুলো কম বুঝি, আর কম বুঝি বলেই আমার মাথায় ধরে না বা জ্ঞানে কূলায় না, মাত্র ৩ দিনে একটি সেকেন্ডারী শেয়ার মেচ্যুরড হয় কি করে, শেয়ার বাজারকে যদি সত্যিই স্থিতিশীল অবস্থায় দিখতে চান তবে সেকেন্ডারী শেয়ার এর মেচ্যুরিটির মেয়াদ নূন্যতম ১ মাস ও সর্ব্বোচ্চ ৩ মাস হওয়া উচিত, অন্যথায়,
..........আজ পাশা খেলবরে সাম.................
সেই সাথে বলে রাখি এম. এল.এম. নামের দাতব্য জুয়াঘরগুলোতে যারা খেলতে যাবেন নিজের ঘটে গিলু নিয়েই যাবেন, অযথা সরকার ও জনতাকে দোষ দিয়ে লাভ নেই। কারণ নির্বাচনের মৌসুমে আপনারা ভোট বাবদ যে অর্থ, সাপোর্ট বাবদ যে সুবিধা এবং দলীয়করণের ফলে যে রাষ্ট্রীয় ও প্রাশাসনিক সুবিধা নিয়ে থাকেন তার ব্যয়ভার মেটাতে সরকার নয়, সরকার গঠণকারী আমাদের দলসমূহকে সেই সমস্ত এম. এল. এম. কিং, জুয়ারী, কালোবাজারী, অস্ত্র ও ড্রাগ ডিলারদের কাছ থেকেই অর্থ সংগ্রহ করতে হয়, যার লোন মেটাতে পরবর্তীতে দেশের ভান্ডার খালি করলেও দোষটা কিন্তু জনতা আপনারই, আপনি ঘরে বসে আঙুল চুষবেন, রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করবেন, একে মারবেন ওকে মারবেন আবার বলবেন ওরা খারাপ, খারাপটা কে বলবেন কি?
..........আজ পাশা খেলবরে সাম.................
সেই সাথে বলে রাখি এম. এল.এম. নামের দাতব্য জুয়াঘরগুলোতে যারা খেলতে যাবেন নিজের ঘটে গিলু নিয়েই যাবেন, অযথা সরকার ও জনতাকে দোষ দিয়ে লাভ নেই। কারণ নির্বাচনের মৌসুমে আপনারা ভোট বাবদ যে অর্থ, সাপোর্ট বাবদ যে সুবিধা এবং দলীয়করণের ফলে যে রাষ্ট্রীয় ও প্রাশাসনিক সুবিধা নিয়ে থাকেন তার ব্যয়ভার মেটাতে সরকার নয়, সরকার গঠণকারী আমাদের দলসমূহকে সেই সমস্ত এম. এল. এম. কিং, জুয়ারী, কালোবাজারী, অস্ত্র ও ড্রাগ ডিলারদের কাছ থেকেই অর্থ সংগ্রহ করতে হয়, যার লোন মেটাতে পরবর্তীতে দেশের ভান্ডার খালি করলেও দোষটা কিন্তু জনতা আপনারই, আপনি ঘরে বসে আঙুল চুষবেন, রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করবেন, একে মারবেন ওকে মারবেন আবার বলবেন ওরা খারাপ, খারাপটা কে বলবেন কি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন