বুধবার, ৩০ নভেম্বর, ২০১১

তেহরানের ব্রিটিশ দূতাবাসে ইরানি ছাত্রদের হামলা


তেহরানের ব্রিটিশ দূতাবাসে ইরানি বিশ্ববিদ্যালয় ছাত্ররা হামলা চালিয়েছে এবং ব্রিটিশ পতাকা নামিয়ে ফেলেছে। হামলায় ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র অংশ নেয়। তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে ইরান থেকে বহিষ্কারের দাবিতে তারা এ হামলা চালিয়েছে। ব্রিটেনের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক ও সাংস্কৃতিক সহযোগিতা কমিয়ে আনার বিষয়ে রোববার জাতীয় সংসদে একটি বিল পাস হওয়ার পর এ হামলা হলো। গতকাল ইরানের অভিভাবক পরিষদও বিলটি অনুমোদন করেছে। কিন্তু ছাত্ররা বলছে, এ বিল বাস্তবায়নে সরকার ইতস্তত করছে।
বিল পাসের মাধ্যমে ব্রিটিশ রাষ্ট্রদূত ডমিনিক জন চিলকোটকে বহিষ্কারের জন্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দু'সপ্তাহ সময় দেয়া হয়েছে। ওই বিল অনুসারে ইরান ব্রিটেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চার্জ দ্য অ্যাফেয়ার্স পর্যায়ে নামিয়ে আনবে।
২০০৯ সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ব্রিটেন হস্তক্ষেপের নীতি নিয়েছিল। নির্বাচনের পর সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক কমিটি এ বিষয়ে প্রথম পদক্ষেপ নেয়। তবে, সম্প্রতি ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞায় অংশ নেয়ার পর এ বিল নতুন করে প্রাণ পায় এবং রোববার সংসদে তা পাস হয়। ইরান পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করছে বলে ভিত্তিহীন অভিযোগ এনে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ব্রিটেন তেহরানের ব্যাংক ব্যবস্থা ও জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ