ভালো হতে চায় না এমন মানুষ খুব কমই আছে। কিন্তু অনেকেই ভালো হবার নিয়ম গুলো জানেনা। তাই আজ ভালো হবার কয়কটি নিয়ম লেখতে বসছি। নিম্নে আমার মত থেকে কয়েকটি নিয়ম লিখা হলঃ
১। সব সময় মাথা ঠাণ্ডা রাখতে হবে।
২। মেজাজ খারাপ থাকলে সবার উপর মেজাজ দেখানো যাবে না।
৩। কথা কম বলতে হবে।
৪। কখনো কেউ গালি দিলে উত্তর না দেয়া।
৫। বার বার খুঁটিনাটি জিনিস নিয়ে বিচার না দেয়া।
৬। অনেক অভিযোগ নিয়ে যখন মাথা গিজগিজ করবে তখন জোরে একটা চিৎকার মারতে হবে।
৭। ধৈর্যশীল হতে হবে।
আমার মনে হয় জগতে প্রত্যেক মানুষেরই দুটি মন থাকে। যার একটি হল ‘positive’ আর অপরটি হল ‘negative’ । যে মানুষ negative বেশী ব্যবহার করে লোকে তাকে খারাপ বলে। আর positive ব্যবহার করলে লোকে তাকে ভালো বলে। তাই মনকে সবসময় positive এর দিকে ধরে রাখতে হবে তবেই ভালো মানুষ হতে পারবে।
১। সব সময় মাথা ঠাণ্ডা রাখতে হবে।
২। মেজাজ খারাপ থাকলে সবার উপর মেজাজ দেখানো যাবে না।
৩। কথা কম বলতে হবে।
৪। কখনো কেউ গালি দিলে উত্তর না দেয়া।
৫। বার বার খুঁটিনাটি জিনিস নিয়ে বিচার না দেয়া।
৬। অনেক অভিযোগ নিয়ে যখন মাথা গিজগিজ করবে তখন জোরে একটা চিৎকার মারতে হবে।
৭। ধৈর্যশীল হতে হবে।
আমার মনে হয় জগতে প্রত্যেক মানুষেরই দুটি মন থাকে। যার একটি হল ‘positive’ আর অপরটি হল ‘negative’ । যে মানুষ negative বেশী ব্যবহার করে লোকে তাকে খারাপ বলে। আর positive ব্যবহার করলে লোকে তাকে ভালো বলে। তাই মনকে সবসময় positive এর দিকে ধরে রাখতে হবে তবেই ভালো মানুষ হতে পারবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন