বুধবার, ৩০ নভেম্বর, ২০১১

আপনাকে আমরা সাধারণ জনগন, বিশেষ করে নতুন প্রজন্ম তাদের জীবনের প্রথম ভোট দিয়ে পূনঃনির্বাচিত কুরেছি এই ভেবে যে আপনি বরাবরি সুদূর প্রাসারি চিন্তা-ভাবনা করেন । কিছুদিন পর-পর আপনার বিভিন্নধরনের যুগান্তকারী সিদ্ধান্ত দেখে আমরা দেশবাসী পুলকিত হই । আমি আপনার অধিনস্ত একজন নগন্য প্রজা হয়ে আজ আপনাকে একটি প্রস্তাব দিব । প্রথমেই বলে রাখি এই প্রস্তাবে যদি কোন বেয়াদবি হয়ে থাকে নিজগুনে ক্ষমা করে দিবেন ।
বর্তমানে আপনি ঢাকা বিভক্তিকরনের যে মহা সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে কিছু পরিবর্তন-পরিবর্ধন করা উচিত বলে আমার ক্ষুদ্র মস্তিস্ক জানান দিচ্ছে । আপনি মহান, আপনি মহীয়ষী । আপনার চিন্তাভাবনা কেন শুধু ঢাকা কেন্দ্রিক হবে? আপনি চিন্তা করবেন বৃহৎ পরিসরে । আসুন দেশ শাসন সুবিধার্থে ঢাকার মতো পুরো দেশকে দুটি ভাগে ভাগ করে দেই । এর একভাগ পেলো স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামীলীগ আর অন্যভাগ জাতিয়তাবাদী দল বিএনপি । আমার ছোট মুখে এই বড় প্রস্তাব শুনে আপনি এই মুহুর্তে নিশ্চই রেগে যাচ্ছেন না । আপনি এই প্রস্তাবের সুবিধা গুলো ভেবে দেখলে নিশ্চই রাগ করার কথা ভাববেনি না । সুবিধাগুলো নিম্নে আপনার আপনার সামনে তুলে ধরা হলো-
• দেশ শাসনের মহান দায়িত্ব নিয়ে আপনারা বড় দুই দলের চিরদিনের গৃহযুদ্ধের অবসান ঘটবে ।
• প্রতি ৫ বছর পর পর নির্বাচনের পরিবর্তে ফুটবল ম্যাচের মতো টস করা হবে শুধু মাত্র প্রান্ত বদল করার জন্য । অর্থাৎ কোন ভাগ কোন্ দল শাসন করবেন তা নির্ধারন করা হবে । এতে করে প্রতিবার নির্বাচন বাবদ বিপুল পরিমানের অর্থের জলাঞ্জলী হবে না । ঐ টাকা দিয়ে গঠনমুলক অনেক কাজ করা যাবে । সেটা জনগণের হোক আর আপনাদেরি হোক তাতে কারো কাছে জবাব দিহি করতে হবে না ।
• দেশে কোন বিরোধিদল থাকবে না তাই হরতালও ডাকা হবে না । এ বাবদ আপনাদের আর এই অভাগা জনগনদের আরো কিছু টাকা বেঁচে যাবে ।
• আপনারা দুই নেত্রীর এখন অনেক বয়েস হয়ে গেছে, একজন আর একজনের সমালোচনা বাবদ যে অমানুষিক মানসিক পরিশ্রম করতে হয় সেটার হাত থেকেও বেঁচে যাবেন ।
• সর্বোপুরি দেশবাসীরা সুখে থাকবে ।
আর একটা কথা, দেশকে সুদীর্ঘ্য চল্লিশ বছরের অশান্তির হাত থেকে রক্ষা করার কারনে আপনার দিকে নোবেল কমিটি নির্ঘাত চোখ তুলে তাকাবে তখন এহেনও সুপরামর্শ দেওয়ার জন্য এই অধমের দিকে একটু সুনজর দিবেন আশাকরি । আর কেউ জানুক আর না জানুক আমরা জানি আপনার আশে-পাশের কেউ কোন দিন আপনাকে সুপরামর্শ দেয় না । ও হ্যা আপনি এই বীল নির্বাচনের আগে পাশ করালেও আপনার জনসাধারন কিছু মনে করব না । তখন দেশের অলিতে-গলিতে কাউন্ট-ডাউন ওয়াচ ফিট করা হবে । যেটাতে সুদিনের ক্ষন গণনা করা হবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ