বুধবার, ৩০ নভেম্বর, ২০১১

আসুন ফ্রিল্যান্সার হই।

আমি বরাবরই চাকুরি খোজার বিপক্ষে। আমার লেখাপড়া শেষ করে , কত যে চাকুরির চেষ্টা করেছি তা গুনে শেষ করা যাবে না। সেই থেকে চাকুরি খোজার বিপক্ষে। ২০০৬ থেকে ২০০৮ শেষ পর্যন্তু কত যে দরখাস্ত করেছি তা এখন আর মনে করতে পারছি না। বেসরকারি চাকরি পাওয়া যায় সহজেই কিন্তু তারা গাধার মত খাটায়। আর সরকারি চাকরি ? ওরে বাবা! খুবই দুর্লভ। সোনার হরিণের চেয়েও দুর্লভ।

আমার মনে পড়ে, নন ক্যাড়ার কাস্টমস্ পরিদর্শকের চাকরির দরখাস্তের জমা দেওয়ার দিনের কথা। জমা দিতে গেছি সকাল ৭ টায়। আর জমা দিয়ে বেরিয়েছি ৩ টায়। আমার সামনে আরো ২৭৩ জন দাড়িয়েছিল। আর আমার পিছনে কতজন ছিলো গুনিনি। তাও হয়তো ২০০ জন হবে।
যখন আমি দরখাস্ত জমা দিই তখন এক অফিসার (মানে যিনি দরখাস্ত জমা নিচ্ছিলেন তিনি । তার সাথে আরো তিন জন অফিসার ছিলো । তারা জমা নেওয়ার সময়ই একটা ভাইবা নিচ্ছিল। ) আমাকে শেষ প্রশ্ন করলে,
"তোমার আত্মিয়-স্বজ্বনের মধ্যে কোন কেউকেটা গোছের কেউ আছে ?"
আমি না বুঝে বল্লাম " বুঝলাম না" ।
তিনি বল্লেন " তোমার সুপারিস করার মত কেউ আছে? "
আমি বল্লাম "না"।
"১০ লাখ দিতে পারবা? " তিনি বল্লে ।
আমি বল্লাম " দিতে পারলে চাকরি করতে আসতাম না "।
তিনি বল্লেন " যাও। খালি খালি দরখাস্ত দিচ্ছ। কোন কাজে লাগবে না।"
আমি বল্লাম " কম করা যায় না ?"
তিনি বল্লেন " আমি তো তোমার কাছে প্রথম মাসের উপরির টাকার ৪০% চাইছি। দিতে পারলে , বলো । আর না পারলে, যাও।"
আমি মাথা নিচু করে চলে এলাম। আমার আব্বা কোনদিনই আমাকে এত টাকা দেবেন না। তার দেওয়ার সামর্থ নেই।

একবার আর্মিতে একটা ইনটারভিউ বোর্ডে ভাইবা দিচ্ছিলাম । ভাইবা নিচ্ছিলেন মেজর জামাল। সবার ভাইবা নিলেন সব্বের্চো ৫ মিনিট । আর আমার ভাইবা নিলেন প্রায় ৪০ মিনিট। সব শেষে তিনি বল্লেন, কাউকে বাদ দিতে গেলে তার একটা দুর্বলতা দেখিয়ে দিতে হয় । আমি তোমার এই সেক্টোরে দুর্বলতা পেলাম না। দেখো, সরকারী চাকুরি পেতে গেলে ভালো লিংক লাগে। আমার ধারনা, তোমার তা নেই। এ পোষ্টে তোমার চাকরি হবে না। এখানে লোক আগে থেকে নেওয়া হয়ে গেছে। এটা ফরমালিটি মাত্র। এসব চাকরি খোজার চেয়ে তুমি ফ্রিল্যাংসিং করো। ভালো উন্নতি করতে পারবে। আমি অবসর সময়ে ফ্রিল্যাংসিং করি । তোমার কোন সাহায্য লাগলে আমি সাহায্য করতে পারব। এতে নিজের ইনকামের সাথে সাথে দেশেরও সুনাম বাড়াতে পারবে।

তার কথা আমার মনে ধরল। এটা ২০০৮ এর শেষ দিকের কথা। তার কাছ থেকে আমি অনেক সাহয্য পেয়েছি। তিনি আমাকে যেভাবে প্রস্তুত হতে বলেছিলেন আমি তা হয়েছি। তার পরামর্শ অনুযায়ী আমি ২০০৯ সালের প্রথম দিকে ফ্রিল্যাংসিংয়ে ঢুকি। প্রথম কয়েক মাস বেশ কষ্টে কেটেছে। কিন্তু তার পর থেকে আমাকে আর আল্লাহর অশেষ রহমতে পিছন ফিরে তাকাতে হয়নি। এখন আমি স্বচ্ছল ও স্বলম্বি। এটুকু বলতে পারি , একজন প্রথম শ্রেনীর কর্মকর্তার থেকে আমার বর্তমান বেতন কম নয়। বরং বেশিই বলা যায়।

প্রথম দিকে আমি ডাটা এন্ট্রির কাজ দিয়ে শুরু করি। আস্তে আস্তে আমি নিজেকে পরিবর্তন করি। এক্ষেত্রে আমি জাকারিয়া (বাংলাদেশের একজন বড় মাপের ফ্রিল্যাংসার) ব্লগ থেকে অনেক দরকারি তথ্য পেয়েছি। তার একটা কথা মনে পড়ে, সময়ের সাথে নিজেকে আপডেট করতে না পারলে এই অনলাইন জগতে টিকে থাকা বড়ই কস্টের।
তার কথা অনুযায়ি আমি নিজেকে আপডেট করতে পেরেছি। ডাটা এন্ট্রি থেকে এস ই ও এক্সপার্ট এবং পরবর্তীতে ওয়েব ডিজাইনার, আর এখন ওয়েভ প্রোগ্রামার হয়েছি।

আমার এই অনলাইন জগতের দুইজন নায়ক, ১. মেজর জামাল আর ২. জাকারিয়া চৌধুরি । এই জগতে টিকে থাকার মুল মন্ত্র হল, হাল ছেড়ে না দেওয়া। এক্ষেত্রে আমার মা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেয়না দিয়েছে। অনেক সময় কাজ পাইনি । হাল ছেড়ে দেওয়ার মত অবস্থা । মা আমাকে সাহস দিয়েছে। এখন আমি অনলাইন কাজ বুঝতে শিখেছি। হাল ছাড়ার মত পরিস্থিতি এখন আর তৈরি হয় না।

আসুন আমরা অনলাইনে কাজ করি। এসব কাজ কিন্তু কঠিন না। একটু মেধা খাটালে আপনিও পারবেন। যেহেতু এই ব্লগে আসতে পেরেছেন, তারমানে আপনি ওয়েব ব্রাইজ করতে পারেন। যেহেতু আপনি গুগলে সার্চ করতে পারেন , তার মানে আপনি ওয়েব রিসার্চ এক্সপার্ট। তার মানে আপনি ডাটা এন্ট্রির কাচের ২য় অবস্থানে আছেন। যেহেতু আপনি লিখতে পারেন আর এই ব্লগে লেখা পোষ্ট করতে পারেন , সেহেতু আপনি ব্লগ পোষ্ট আর ক্রিয়েটও করতে পারেন আর সাথে পারেন কমেন্ট করতে । তাহলে কি দাড়ালো , আপনি অলরেডি একজন ডাটা এন্ট্রি অপারেটর হয়ে বসে আছেন। তাহলে আর দেরি করে কি করবেন? আসুন ফ্রিল্যান্সিং করি। ঢুকে যান ওডেক্স কিংবা ফ্রিল্যান্সারে অথবা ভিওয়ারকারে। শুরু করুন বিট (দরখাস্ত করা) করা। শুরু করুন অনলাইন জীবন। প্রথমে হয়তো কাজ পেতে দেরি হবে কিন্তু আশা ছাড়বেন না। অবশ্যই কাজ পাবেন। আন্তরিক ভাবে চেষ্টা করুন। তবে একটা কথা প্রথম দিকে কমরেটে কাজ ধরার চেষ্টা করবেন।

তাহলে আর দেরি করে কি করবেন? আসুন ফ্রিল্যান্সিং করি এবং প্রমান করি আমরা বেকার নই। আমরা নিজের যোগ্যতায় যোগ্যতাবান।
কঠিন কাজ সবাই শিখাতে চায়। কিন্তু সহজ কাজ গুলো কেউই শিখাতে চায় না। মানে পারা কাজ ধরিয়ে দিতে চায় না। সবাই শুধু ডিজাইনার বা প্রগ্রামার বানাতে চায়। আমি বুঝি না যে, কেন সবাই এটা করে। আমার মতে আগে সহজ কাজ, তার পর কঠিন কাজ। আগেতো শুরু করে দেখি , তার পর নয় চিন্তা করব, থাকব না কি চলে যাবো ?

আমার মতে, আগে কনফিডেন্ট লেভেল বাড়াব তার পর কঠিন কাজে হাত দেবো। আসুন আমার সাথে, সমস্ত ভয় আজ ভেঙ্গে দেবো। আমি আপনাদের আজ ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে সহজ কাজ ডাটা এন্ট্রি শিখাব। সরি, শিখাবো না, মনে করিয়ে দেবো। আমি জানি আপনারা সবাই এই কাজ করতে পারেন।

ডাটা এন্ট্রিতে কি কি কাজ থাকে , সেগুলো হল :
১. Data Entry
২. Personal Assistant
৩. Web Research
৪. Email Response Handling
৫. Transcription
৬. Other - Administrative Support

প্রথমে ডাটা এন্ট্রি । এটা শিখানোর কিছুই নেই। শুধু আপনাদের মনে করিয়ে দিই। একটা উদাহরন দেই :

আজকে ওডেক্সে এই কাজটা এসেছে:
Data Entry Assistant:
We are looking for someone to transfer information from scanned business cards into a database csv / excel file. We will email you a document with scanned business cards and would like to receive back a file with each category (first name, last name, company, job title, email and phone numbers) filled in.

দেখুনতো পারেন কিনা? বায়ার কিছু স্ক্যান করা ভিজিটিং কার্ড দেবেন আর আপনাকে তা একটা এক্সেলের সিটে সেভ করতে হবে। আর এক্সেল সিটটা সিএসভি ফরমেটে সেভ করতে হবে। সিটে কি কি ফিল্ড থাকবে তা শেষ লাইনে উল্লেখ করা আছে।

এখন বলুন, এখানে আমি আপনাকে কি শিখাব। আপনিতো শিখেই বসে আছেন। এখন মিলান আমার সাথে, যেহেতু আপনি এই ব্লগে এসছেন, তার মানে আপনি ওয়েব ব্রাউজ করতে পারেন। এটুকু বলতে পারি , ব্রাউজ করার প্রথমেই আপনি ডাউনলোড (যে কোন কিছু) করা শিখেছেন। যেহেতু আপনি এই ব্লগের একজন মেমবার , সেহেতু এখানে একাউন্ট করার আগে মেইল এড্রেস তৈরি করেছেন, সেহেতু কি বলতে পারি? আপনার মেইলে বায়ারের পাঠানো ফাইল আপনি ডাউনলেড করতে পারবেন অনায়েসে। যেহেতু স্ক্যান কপি সেহেতু ফাইল হবে, ছবি ( jpeg, png, gif) ফরমেট বা pdf ফরমেটে। তাহলে কি দাড়ালো? আপনি কাজের জন্য সম্পুর্ন রেডি। এখন এক্সেল খুলুন আর দেখে দেখে টাইপ করুন। কি এখন পারবেন না কাজটা করতে? আমি জানি আপনি কি উত্তর দিচ্ছেন, লজ্জায় মুখ লুকাচ্ছেন তে ;) ? আর ভাবচ্ছেন এত সহজ কাজ?
হ্যা , ডাটা এন্ট্রি এতই সহজ কাজ।

ডাটা এন্ট্রিতে সাধারনত যে সব কাজ থাকে তা হল : ইমেল একাউন্ট তৈরি, ফেসবুক একাউন্ট তৈরি, ফেসবুক লাইক ক্লিক করা, ক্যাপচা এন্ট্রি, এক্সেল এন্ট্রি, ই-বাই একাউন্ট তৈরি, ইমেজ থেকে টেক্স তৈরি করা ইত্যাদি। মাথা খাটিয়ে দেখুন, এই সবগুলো কাজই আপনি পারেন। এই ডাটা এন্ট্রিতে আপনি ফুলটাইম কাজ করলে আপনি সপ্তাহে ৭০০০+ টাকা ইনকাম করতে পারেন। মানে মাসে ২৮০০০+ টাকা। এটা কি কেরানীর বেতন মনে হচ্ছে?
আমি যখন ডাটা এন্ট্রির কাজ করতাম , আমার মামা একদিন বলেছিলেন, "ইন্টারনেটে কাজ মানে কেরানির কাজ। সারা মাসে ইনকাম করবি ২০০০ টাকা। " আমি ডাটা এন্ট্রির টাকা (এক সপ্তাহের ) দিয়ে মামাকে একটা সুট কিনে দিয়েছিলাম। মামা দেখে বলেছিলেন, এত দামী সুট? কয় মাসের টাকা দিয়ে কিনেছিস? আমি বল্লাম, এক সপ্তাহের। সুটটা ছিল ১২০০০ টাকা দামের। এর পর মামা আর আমাকে কেরানি বলেনি। আমার মামা বি টি আর সিতে চাকুরি করেন। আমার তৈরি করা ওয়েব পেজ এখন তাকে টেষ্ট করতে দেই সবার আগে। তিনি লজ্জায় আমার পেজের ত্রুটি খোজেন। যদিও তার এবিষয়ে কোন অভিজ্ঞাতা নেই।

পারসোনাল এসিস্টেন্ট :
Personal Assistant:
Job Description
We are looking for a company or contractor who is experienced in being a personal assistant.

Jobs that we need help with are (but not limited to):
- Email tracking / handling (Must be famiilar with Gmail)
- Data handling and sorting
- Appointment Setting (must be familiar w/ Google Calendar)
-Task management and followup.

It is important that the contractor have previous experience as a personal assistant. And that experience must be demonstrated through prior odesk work.

Other skills: Excel, Microsoft word, .doc to .pdf conversion

Lower bids get highest consideration.
দেখেছেন কি সহ কাজ। পারসোনাল এসিস্টেন্ট এর ক্ষেত্রে একটু যোগ্যতা বেশি লাগে। কারন বায়ারদের সাথে প্রায়ই কথা বলা লাগে। সব সময় স্কাইপি বা গুগুল টক খুলে রাখা লাগে। এই ধরনের কাজ অনেক দিন করা যায়। বায়ার ইচ্ছা মত কাজ করায় । তবে সবই ডাটা এন্ট্রির কাজ। বিভিন্ন ধরনের কাজ থাকার জন্য এটা এসিস্টেন্ট কাজ। আমার মনে পড়ে আমি বায়ারকে বিভিন্ন ব্যবসার পরমর্শ দিতাম। তিনি পরামর্শ নিতেন। এই কাজটাতে আপনাকে গুগলের প্রডাক্ট সম্পকে ভালো জ্ঞান থাকা লাগবে। এ কাজ করলে আপনার বেতন ৩০,০০০+ থাকবে , এটা সিয়র।

Web Research করার জন্য শুধু গুগলে সার্চ দেওয়ার পদ্ধতি জানতে হবে। আর সার্চ রেজাল্টের বিভিন্ন পেজে যেতে হবে আর ইমেল এড্রেস বা ফোন নম্বর খুজতে হবে । সাধারনত যে কোন পেজের কন্ট্রাক আস পেজে এটা পাওয়া যায়। এই তথ্য গুলো এক্সেলের সিটে সেভ করতে হয় । যেমন :
We currently have a couple of excel spreadsheets that we need completed with companies fax number and email addresses if possible. The job should be fairly straightforward and easy for someone who is qualified at finding information online. The facilities address, name, and phone numbers are provided so it should be easy to match up and complete the spreadsheets. Please contact us for more details and application of this project.


Transcription কাজে বায়ার একটা অডিও ফাইল দেন , আর আপনাকে সেটা শুনে ইংরেজিতে টাইপ করে দিতে হবে (নির্ভুল ভাবে)। যেমন :
Transcription of a 54 minute audio interview between two people to MS Word in US English. Current audio file is in MP3 format.

পরিশেষে কি বলতে পারি? সবই আপনার পারা কাজ। শুধু ভয়ে ভয়ে বসে ছিলেন , তাই তে? ডাটা এন্ট্রির সব গুলো সেক্টোরে কাজ করতে পারলে প্রথম শ্রেনীর অফিসাদের চেয়েও ভালো অবস্থানে থাকবেন। আসুন আজ নিজের জড়তা ভেঙ্গে ভয়কে পদদলিত করে কাজে নেমে পড়ি। আসুন ফ্রিল্যান্সিং করি। :)

১. Email Response Handling
২. Other - Administrative Support

ডাটা এন্ট্রিতে এই দুটো কাজ কম আসে। আর খুবই সহজ কাজ দুটি। নতুন করে বিশেষ কিছু বলার নেই (কারন সবই আপনারা জানেন) । তবুও একটু মনে করিয়ে দেই।

Email Response Handling কাজের জন্য আপনাকে ইমেল সম্পর্কিত ভালো জ্ঞান থাকা লাগবে। বিশেষ করে ইমেল পাঠানো। ;)
ইমেল পাঠাতে কোন যোগ্যতা লাগে না , তাইতো? আমার মতে একটু লাগে। সাধারন ইমেল হলে কোন সমস্যা নেই তবে এইচ টি এম এল ইমেল হলে একটু সমস্যা হয়। html ইমেল গুলো সাধারন ভাবে পাঠানো যায় না। যদি পাঠান, তাহলে এটা গ্রাহকের কাছে html কোড হিসাবে যাবে। যা ইমেল পাঠানের উদ্দেশ্য ব্যাহত হবে।
html ইমেল পাঠাতে বেসিক মোডে ইমেল অন করে নিতে হয়। অনেক প্রোভাইডাররা আলাদা html মোড দিয়ে দেয়। যারা দেয় না তাদেরটা ব্যাসিক মোডে অন করতে হয়। এটা অন্য ভাবেও করা যায়। আপনার আউট লুক এক্সেপ্রেস দিয়েও করতে পারেন। ওটা শুধু কনফিগার করে নিতে হবে। সাধারনত বিভিন্ন ইমেলের উত্তরে বায়ারের দেওয়া ইমেল টেমপ্লেটটা পাঠাতে হয় (ইমেল এড্রেস সাধারনত বায়ার দেন)। একটা ইমেল পাঠাতে আপনার অনলি ১ মিনিট লাগতে পারে। তবে প্রথম অবস্থায় সময় লাগবে।

Other - Administrative Support সাধারনত বিভিন্ন কাজের সমষ্টি। যেমন , ক্যাপচা এন্ট্রি , কপি পেষ্ট, ইত্যাদি।
ক্যাপচা এন্ট্রি হল একধরনের আকা বাকা সিকুরিটি লেখা যা হুবহু টাইপ করতে হয়। সাধারনত কোথাও কোন একাউন্ট করতে গেলে এই ধরনের আকা বাকা লেখা দেখা যায়।

আশা করি এখন সবাই ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন। আর সাহায্য করার জন্য গুগল সহ আমার মত অনেকই প্রস্তুত আছেন। ভারতের মত আমরাও যদি এই ফ্রিল্যান্সিং সেক্টোরে আসি, তাহলে আমরাও বেকাকত্বের হাত থেকে রক্ষা পাবো। গত বছর আমাদের দেশ ৭০ লাখ ডলার এই সেক্টর থেকে আয় করেছে (২০১০ সালে)। আশা করা যাচ্ছে এ বছর আরো বেশি আয় করা সম্ভব হবে।

এখনও চিন্তা করছেন , কি করবেন? কিসের এত জড়তা আপনার? এখানে আপনার হারানোর কি আছে ? আছে শুধু প্রাপ্তির । আর দেশের মুখ উজ্জল করা। কেন বেকারত্বর অভিশাপ নিয়ে বসে থাকবেন? আব্বার ঘাড়ে আর কতদিন চেপে বসে থাকবেন? এখন সময় হয়েছে কিছু করে দেখানোর। আপনার হাতের জাদু দেখান। জন্মসুত্রে কেউ প্রতিভাবান বা সাফল্যবান হতে পারে না। নিজেকে তৈরি করে নিতে হয়। জন্মের সময় আমরা কোটি কোটি টাকা মুল্যের ব্রেন নিয়ে জন্মগ্রহন করি। এটা বিশ্বের সবচেরয় দামি কম্পিউটার। আমরা কেন এটার ব্যবহার করব না?

সাধারন একটা জিনিস চিন্তা করেন, এক খন্ড লোহা ফেলে রাখলে কি হয়? মরিচা ধরে, নষ্ট হয়। কিন্তু ওটা যদি নিয়মিত ব্যবহার করা হয় তাহলে কি হয় বলেন তো? চকচক করে। আপনার হাতের কিবোডের দিতে তাকান। কি দেখছেন? কিছু কি খুবই চকচকে। আর কিছু কি মলিন। বলেনতো কেন? ঐ একই উত্তর, ব্যবহার।

আসুন সমস্ত জডতা ভুলে কাজে হাত লাগাই। আসুন ভয়কে জয় করি। হিসাব করে দেখুন তো সারাদিন কত সময় নষ্ট করছেন? প্রথম দিকে ২ ঘন্টা করে এই কাজে সময় দিন। যদি ভালো লাগে তাহলে লেগে থাকেন। না লাগলেতো পুরাতন রাস্তা খোলাই থাকছে। এখনও চিন্তা করছেন?

গতদিন ডিসকোভারীতে বেয়ার গ্রীল একটা কথা বলেছিলেন, যখন মনে হয় আমি এ কাজ করতে পারব না তখন বার বার মনে মনে বলতে হয় " আমি অবশ্যই এটা পারব। আমি অবশ্যই এটা পারব। " দেখবেন কাজটা সফল হয়েছে।

অচেনা লোককে কেউই কাজ দিতে চায় না। এজন্য প্রথম অবস্থায় কাজ পাওয়া কঠিন। কিন্তু মাত্র এক মাস লেগে থাকেন , সবাই আপনাকে (আপনার নাম) চিনে ফেলবে। তার পর কাজ পাবেন। আমার কাথা একবার পবীক্ষা করে দেখুন।

আমার কথা এখন অবিশ্বাস্য মনে হচ্ছে? যখন আপনি সফল হবেন , তখন এই অধমকে আপনার মনেও থাকবে না। যাই হোক, সব কথার মদ্দা কথা হচ্ছে লেগে থাকতে হবে। নইলে কিছুই হবে না।

অন্তত এক বার আমার কথা শুনে এই লাইনে আসুন। নিজের বেকারত্ব গোছান। আসুন ফ্রিল্যান্সার হই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ