বুধবার, ৩০ নভেম্বর, ২০১১

পালকের নেশা

একদিন খেয়ালিতা উড়ে যেতো
মেঘদলে সুনীলের কাছাকাছি;
হঠাৎ কবেকার অতলান্ত চোখ-
টেনে নিয়ে গেছে জীবন্ত পৃথিবীর সবটুকু
পরিচয়ে জমে গেছে অচিনের কাঁপন
সংশয় আঁচলে জড়িয়ে নেচে ওঠে আহ্লাদী স্বর্ণলতা,
দ্বিধাডোরে পাখাচুপ হয়ে থাকে প্রজাপতি-দিন
আঁধিয়ার টানে সমুদ্রে ডুবে দেখি অধীর সর্বনাশ।

সঙ্গী আস্থার আলাপনে
কিছুদূর চলে গেছে পথ অচিরেই
সোনালুর বনে অথবা জারুলের;
একদিন সেপথ মিলে গেছে অমিলের মোড়ে
এখন বেগুনি হরিদের বুকে বসন্তবিষাদ
ত্রস্ত হড়িয়ালপায়ে জমে গেছে সুধীর চলন,
বকের ডানায় আঁকা আলপনা রাতুল
চঞ্চুজড়তায় অঢেল অতীতের অনীহা।

সুদিনের গান ছিঁড়ে ছিঁড়ে
প্রত্নআঙ্গুলে জেগে ওঠে পালকের নেশা
কতখানি ব্যথা পেলে নৈশব্দ হবে
দাহকালে রুদ্ধব্যাকুল ডাহুকের ডাক!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ