নিভৃতে ছোঁয়ে যায় দুষ্ট কীট
তাচ্ছিল্যের স্পর্ধায়
বাসে-ট্রেনে, রাস্তায়
ঘরে-বাইরে আর বিশ্ববিদ্যালয়েল আঙ্গিনায়
এ যেন কামোদ্দীপক হয়েনার চকচকে চোখ
ক্ষিপ্র পৌরুষ্যেল নগ্ন বহিঃপ্রকাশ
অন্ধকার গোহায় নগ্নতায় মত্ত
ভোরের আলোয় উড়ে স্নিগ্ধতায়
কত ফুল নগ্নতার ছোঁবলে
কুটি-কুটি হয়ে ধুলায় লুটায়।
হে ফুল ঝরে যেয়ো না
মধুকে বিষাক্ত করে নিতে হবে প্রতিশোধ।
তাচ্ছিল্যের স্পর্ধায়
বাসে-ট্রেনে, রাস্তায়
ঘরে-বাইরে আর বিশ্ববিদ্যালয়েল আঙ্গিনায়
এ যেন কামোদ্দীপক হয়েনার চকচকে চোখ
ক্ষিপ্র পৌরুষ্যেল নগ্ন বহিঃপ্রকাশ
অন্ধকার গোহায় নগ্নতায় মত্ত
ভোরের আলোয় উড়ে স্নিগ্ধতায়
কত ফুল নগ্নতার ছোঁবলে
কুটি-কুটি হয়ে ধুলায় লুটায়।
হে ফুল ঝরে যেয়ো না
মধুকে বিষাক্ত করে নিতে হবে প্রতিশোধ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন