শনিবার, ১৯ নভেম্বর, ২০১১

পড়ার অনুরোধ রইলো!

একটা মেয়ে কান্না করলে, সারা দুনিয়ার সবাই আসবে তাকে সান্ত্বনা দিতে!!
একটা ছেলে কান্না করলে বলবে ‘‘মেয়েদের মত আচরণ করবি না"!!



কোন মেয়ে যদি ছেলের সাথে কথা বলে তাহলে তারা "Friendly"!!
আর কোন ছেলে একটা মেয়ের সাথে কথা বলতে গেলেই শালার সেইটা "Flirting"!! অথবা ছেলেটা লুল.... :( 



কোন মেয়ে যদি ছেলেকে থাপ্পড় মারে তাহলে সেটা ছেলের দোষ এর কারনে!!
আর কোন ছেলে যদি মেয়েকে থাপ্পড় মারে তাহলে ছেলেটা খারাপের হাড্ডি!!.. X( 



এমনকি ছেলেদের আগেই মেয়েদের বিয়ে করার অনুমতি মিলে যায়!! :P :P
অথচ ছেলেরা বিয়ে করতে চাইলেও তাদের পরিবার অনুমতি দেয়না!! :( :(



এতো সুবিধা পাওয়ার পরও মেয়েরা নাকি এই দুনিয়ায় আরো সুবিধা চায়!! এবং সম অধিকার নিয়ে প্রশ্ন তুলে!! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ