ব্রিটেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সীমিত করে আনতে ইরানের সংসদে আজ একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটির পক্ষে ১৬২ টি ও বিপক্ষে পাঁচটি ভোট পড়েছে। ছয় জন সংসদ সদস্য ভোট দানে বিরত ছিলেন। প্রস্তাবটির বিষয়ে ভোটাভুটির আগে সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটির প্রধান আলাউদ্দিন বুরোজের্দি ইরানের বিরুদ্ধে ব্রিটেনের বিদ্বেষী আচরণের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি ইরান থেকে ব্রিটিশ রাষ্ট্রদূতকে বহিস্কারের দাবি জানান। তিনি বলেন, ব্রিটেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসী অবস্থান নিয়েছে,কাজেই দেশটির সঙ্গে রাষ্ট্রদূত পর্যায়ে সম্পর্ক বজায় রাখার কোন সুযোগ নেই। প্রস্তাবটি সংসদে পাস হওয়ার ফলে ইরান, ব্রিটেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক চার্জ দ্য এফেয়ার্স পর্যায়ে নামিয়ে আনতে পারে। পাশাপাশি অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতাও সর্বনিম্ন পর্যায়ে নেমে আসতে পারে।
সম্প্রতি ব্রিটেন ও যুক্তরাষ্ট্র ইরানের ব্যাংকিং ও জ্বালানি খাতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ব্রিটেনের ওই পদক্ষেপের ফলে ইরানের জনগণ ও সরকার ভীষণ ক্ষুব্ধ হয়েছে।
এদিকে, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়েছে ইরানের সংসদ সদস্যরা। তারা আজ এক যৌথ বিবৃতিতে বলেছেন, ব্রিটিশ সরকার আবারও ইসলামী ইরানের জনগণ ও সরকারের বিরুদ্ধে তাদের চরম বিদ্বেষের উদাহরণ সৃষ্টি করেছে। ইরানি জনগণ ব্রিটিশ সরকারের বিদ্বেষী আচরণের কথা কোন দিন ভুলবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, কেন্দ্রীয় ব্যাংকের ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞার ফলে ইরানের কোন ক্ষতি হবে না বলে জানিয়েছেন ব্যাংকটির গভর্নর মাহমুদ বাহমানি। তিনি বলেছেন,"আমরা অনেক আগেই ব্রিটিশ কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি এবং ইরানের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নতুন কিছু নয় ও তা আমাদের অর্থনীতিতে কোন প্রভাব ফেলবে না"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন