শনিবার, ১৯ নভেম্বর, ২০১১

ইরানের ওপর হামলার পরিণতির বিষয়ে পুণরায় হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী


মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা বলেছেন, ইরানের ওপর যে কোন সামরিক হামলা বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি গতকাল (বৃহস্পতিবার) সাংবাদিকদেরকে বলেছেন, ‘এটা বলতেই হবে যে, এ ধরনের পদক্ষেপ অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব ফেলবে। শুধু আমাদের অর্থনীতির ওপরই নয় বরং গোটা বিশ্বের অর্থনীতির ওপর এর প্রভাব পড়বে'। পাশাপাশি তিনি আবারও ইরানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা জোরদারের হুমকি দেন।তিনি বলেন, ' এটা স্পষ্ট যে, আমরা এর চেয়ে বেশি কিছু করলে অপ্রত্যাশিত পরিণতির বিষয়ে উদ্বেগ বেড়ে যাবে'।
কয়েক দিন আগেও প্যানেট্টা ইরানের ওপর হামলার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ ধরনের হামলার ফল হবে মারাত্মক এবং অকল্পনীয়। প্যানেট্টা আরো বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- ইরানের ওপর হামলার ফলে মধ্যপ্রাচ্যে মারাত্মক প্রভাব পড়বে এবং এ অঞ্চলে মোতায়েন মার্কিন সেনারাও ভয়াবহ ক্ষতির শিকার হবে। তিনি বলেন, হামলা করলে বড় জোর ইরানের পরমাণু কর্মসূচি তিন বছর দেরি করানো যাবে কিন্তু তা পুরোপুরি বন্ধ করা যাবে না। সামরিক হামলা ব্যর্থ হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
ইরান সবসময় এ ধরনের হামলার সম্ভাবনা নাকচ করে দিয়েছে এবং হামলা হলে তার কঠিন ও তাৎক্ষণিক জবাব দেবে বলে সতর্ক করে দিয়েছে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, যদি কোনো দেশ ইরানের ওপর হামলা চালায় তাহলে তাকে অবশ্যই পাল্টা ও ইস্পাত কঠিন মুষ্টাঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলেছেন, যদি কারো মনে তেহরানের ওপর হামলার বিষয়ে কোনো চিন্তা আসে তাহলে তাকে ইরানের জনগণ, সেনাবাহিনী, ইসলামী রেভ্যুলোশনারী বাহিনী এবং স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের কঠিন জবাব মোকাবেলা করতে হবে।
ইরান এও বলেছে, কোন আগ্রাসনের শিকার হলে তারা হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। বিশ্বে তেল আনা-নেয়ার একটা বড় অংশই সম্পন্ন হয় ওই প্রণালীর ভেতর দিয়ে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে- ইরান পরমাণু অস্ত্র তৈরির জন্য চেষ্টা করছে বলে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। ইরান আইএইএ'র এ প্রতিবেদনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে এবং এ ধরনের তৎপরতার নিন্দা জানিয়েছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ