কেমন করে বুঝও জীবনানন্দ কিংবা রবীন্দ্র,
আমি শুধু বুঝি সহজ সরল ভালোবাসি।
বুঝি না কঠিন কঠিন শব্দের,কঠিন কঠিন আকাবুকি।
কবিতা পারিনা আমি,
গাঁথতে পারিনা শব্দেরজাল
শুধু পারি,একটাই পারি
অস্ফূট কিছু শব্দ ভালোবাসি।
আমি শুধু বুঝি সহজ সরল ভালোবাসি।
বুঝি না কঠিন কঠিন শব্দের,কঠিন কঠিন আকাবুকি।
কবিতা পারিনা আমি,
গাঁথতে পারিনা শব্দেরজাল
শুধু পারি,একটাই পারি
অস্ফূট কিছু শব্দ ভালোবাসি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন