বলিউড আইকন সালমান খান ভারতের পুলিশবাহিনীতে যোগ দিচ্ছেন? বড় কোনো পদে নয় স্রেফ কনস্টেবল পদের জন্য আবেদন করেছেন? আবেদনপত্রের ছবি তো তা-ই বলে। অবশ্য বিষয়টি তা নয়। মনোহর দিলিপ স্যানসের নামে মুম্বাইয়ের এক প্রার্থী কনস্টেবল হিসেবে শারীরিক পরীক্ষা দেয়ার জন্য সাইবার ক্যাফে থেকে ই-মেইলের মাধ্যমে ছবি পাঠাতে গিয়ে ওই ভুলটি করেন। এ জন্য অবশ্য তাকে নিয়োগকর্তাদের হাতে বিভিন্নভাবে হেনস্তা হতে হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন বুঝতে পারলেন এটা স্রেফ একটা প্রযুক্তিগত ভুল, তখন ওই প্রার্থীর পরীক্ষা নেয়ার ব্যবস্থা করে দেন।
খবরটা আর একটা এ্যাংগেলে দেখলে দেখা যায় ভারতের কনস্টেবলদের যোগ্যতা বাংলাদেশের এএসপির চেয়ে অনেক বেশি।কারন বিশ্বের দ্বিতীয় পশ্চাদপদ দেশে ভারতেও কনস্টেবল পদের জন্যই অনলাইনে ফর্ম জমা দেয়ার ব্যবস্থা আছে অথচ আমাদের এএসপি পদের জন্য ফর্ম জমা দিতে পিএসসির সামনে দুই কিলোমিটার লম্বা লাইন লাগায়।যাদের বেশির ভাগ অনলানে একম ফর্ম সাবমিট করার যোগ্যতা রাখে না বিধায় পিএসসি অনলাইন করে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন