মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১১

ছাত্রলীগকে আন্তরিক অভিনন্দন ছাত্রসমাজের পক্ষে সোচ্চার ভুমিকা নেয়ায়।

 

চট্টগ্রাম নগরীর হালিশহর এ অবস্থিত একটি স্কুল খাজা গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়। স্কুলটি বাংলাদেশ সরকারের মাননীয় গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিনের বাসা থেকে হাটা দুরত্ব। তো সেখানে এবারের এসএসসির বাছাই(টেস্ট) পরীক্ষায় অকৃতকার্য হয় ৭৭ জন শিক্ষার্থী। ২ সাবজেক্ট উপরে ফেল করা ছাত্রদের জন্য পরীক্ষা না দেয়ার সিন্ধান্ত পরিচালনা কমিটির এক বৈঠকে ৩১ সদস্য নেন। সে অনুযায়ী ৪ থেকে ৫ সাবজেক্টে ফেল করা ৭৭ ছাত্র-ছাত্রীদের এসএসসি পরীক্ষা ফরম পুরন থেকে বিরত রাখা হয়। অনেক তদবিরের পরে যখন কাজ হচ্চিলনা তখন সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগকে টাকার বিনিময়ে ভাড়া করে ঐসব শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা! বাংলার ধামাল ছেলেদের দল ছাত্রলীগ নেতারা এমন টেন্ডার পেয়ে ঘরে বসে থাকতে পারেনি। গত রোববার রাতে জোরপূর্বক অস্ত্রের মুখে বাসা থেকে তুলে নিয়ে আসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জাকারিয়া এবং পরিচালনা কমিটির সদস্য তারিকুল আমিন তানসেনকে।সেখানে জিম্মি করে রাতের বেলায় ৭৭ জন শিক্ষার্থীর পুরন করে নেয় ছাত্রলীগ নেতা-কর্মীরা। সেখানে থাকা পুলিশ ছিল নিষ্ক্রিয় ভুমিকায়। প্রাপ্ত তথ্যমতে ছাত্রলীগের গুণধর এসব কর্মীরা মন্ত্রীর অনুসারী। যাবার সময় এটা নিয়ে যেন কোন একশন না নেয়া সেই হুশিয়ারী দিয়ে যায় ডিজিটাল বাংলাদেশ গঠনের এসব কর্মীরা। 

মন্তব্যঃ ছাত্রলীগ ছাত্রদের অধিকার আদায়ে সোচ্চার ভুমিকা নিয়েছে, তবে সেটা অনৈতিক অধিকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ