বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১১

ছোট্টনুভূতি


হিম হিম কুয়াশা
ধীরে ধীরে পড়ছে
হালকা হালকা
শীত শীত করছে।
চারিদিকে সুনসান
চুপচাপ আধারে
মৃদু মৃদু বৈছে
শীতবায়ু চারধারে।
একা একা পথে আমি
নীরবেতে চলছি
নিজ মনে ভেবে ভেবে
মন নিয়ে দুলছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ