বুধবার, ৩০ নভেম্বর, ২০১১

ঢাকা ভাগ কি

ঢাকা ভাগ কি? ঢাকা ভাগ ও ঢাকা সিটি কর্পোরেশন ভাগ কি একই কথা। না একই কথা নয়। ঢাকা ভাগ বলতে আমরা রাজধানী ঢাকাকে কে ভাগ করা বুঝাই। অন্যদিকে সিটি কর্পোরেশনের ভাগ কখনই ঢাকা ভাগ নয়। একটি সেবা সংস্থার ভাগ কখনই রাজধানীর ভাগ বুঝায় না। তাই সংবিধানে যেখানে বলা আছে কোনো ভাবেই রাজধানীর সীমানা পরিবর্তন করা যাবে না। সে প্রশ্ন সিটি কর্পোরেশনের বিকেন্দ্রীকরণে উঠানো যায় না। যদি সে প্রশ্ন কতিপয় সংবিধান বিশেষজ্ঞ সংবিধানের দোহাই দিয়ে বলতে শুরু করেন তবে বলতে হয়। ঢাকার সীমানা বৃদ্ধি করার যে প্রস্তাব করা হচ্ছে, তা সংবিধান বিরোধী। সীমানা বৃদ্ধি একটি পরিবর্তন। সীমানা হ্রাসও একটি পরিবর্তন। এখন সীমানা বৃদ্ধি জনিত পরিবর্তন যদি গ্রহণ যোগ্য হয় তবে সীমানা ছোট করন জনিত পরিবর্তন কেনও গ্রহণ যোগ্য হবে না?

সংবিধান বলছে রাজধানীর সীমানা কোনোভাবে পরিবর্তন করা যাবে না। এর অর্থ দাড়ায় বৃদ্ধি বা হ্রাস কোনোটাই করা যাবে না। কিন্তু রাজধানীর সীমানা পরিবর্তন হয়নি, হয়েছে এর কর্পোরেশনের পরিচিত । এক কথায় বলা যায় নাম পরিচিতির পরিবর্তন।

এ সরকারের আমলে রাজধানীতে অতিরিক্ত কয়েকটি নতুন থানা হয়েছে। কই সেটি নিয়ে তো কেউ হাউকাউ করেনা। সেবার মান তো বাড়েনি। জনগণ নতুন থানা গুলো থেকে কি সেবা পাচ্ছে? সেটা কেউ বলতে পারে না। নতুন কর্পোরেশন হলে ঢাকাবাসী উন্নত সেবা পাবে বা আগের চেয়ে ভালো সেবা পাবে। এটা একটা ডাহা মিথ্যা কথা। ক্ষমতাসীন দল ঢাকা সিটি কর্পোরেশনের দখল নেবার জন্যই এ ভাগ আনছেন। এটাই সত্যি। কারণ রাজধানী বাসী এ সরকারকে পছন্দ করে না। লোডশেডিং গ্যাস সংকট ও পানি সংকট এগুলো সহ্য করে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে ভোট দেবে বলে মনে হয় না। বিএনপি থাকলেও যে এসব সমস্যা দূর হবে সেটাও নয়। তারপরও মেয়র সাদেক হোসেন খোকার একটা আলাদা ইমেজ পুরান ঢাকাতে রয়েছে।

ভাগ করলে যদি সেবার মান বাড়ে তবে ঢাকার দুইভাগ কেনো। চার ভাগে আপত্তি কোথায়? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবদিকের নামে ঢাকার পরিচিতি চতুর্দিকে ছড়িয়ে পড়ুক। কলকাতা সাউথ কলকাতা নর্থ এসব পরিচিতি তো প্রতিবেশী দেশের শহর গুলোতে আছে।

তাই সুশীল দের ঢাকা ভাগ নিয়ে হাউ কাউ ঠিক না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ