বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১১

আধুনিক প্রেম

ক্যাফের আড্ডায় এখন একটাই টপিকস-
রোমিও সজলের হয়েছে শুরু নতুন প্রেমের ইনিংস।
পিঠ চাপড়ে বলছে সবাই- ‘সফল হবি এবার।’
নতুন ভাবী আসবে যখন চোখ জুড়াবে সবার।

সজল বলে-‘এইবারেরটা মিষ্টি করে হাসে।’
‘মনটা দারুন কুসুম কোমল- কঠোর হলেই কাঁদে।’
‘কেমনে পেলি? কোথায় দেখা?’- মিতুল হেসে বলে।
‘নিশ্চয়ই দেখা লেকের পাড়ে, চটপটি ফুচকা বা ক্যাফে করণারে?’

‘নারে দোস্তো, এইবারেরটা ম্যানেজ হতে পেইন অনেক গেছে।’
‘শ্যামা সুন্দরীর নাম্বার আমায় শাহেদ এনে দিসে।’
‘লাস্ট ব্রেকআপের ক্ষণিক ব্যাথা শ্যামার ছোয়ায় গেছে।’
‘নিয়েছি শপথ সাক্ষী রেখে চন্দ্র-সূর্য-তারা
আমার জ়ীবনে পড়তে দেব না অন্য মেয়ের ছায়া।’

‘তাহলেই হয়েছে, শ্যামা মেয়েটা পড়েছে একটা ফাঁদে’-
চায়ের ফাঁকে মুখরা রিফাত হঠাত বলে ওঠে।

‘কি যে বলিস, ফাদ কে বলে! আরো স্মার্ট কোন নাম দে 
আজকালকার স্মার্ট জেনারেশন এভাবেই প্রেমে পড়ে।’ 
‘হাল ফ্যাশনের তরুণীপাল চশমা পরে ঘোরে-
আমার মত ছেলের কথায় খুব সহজেই পটে।’
‘ডেট করব, ঘুরব ফিরব, বলব কথা রাতে
কদিন পরই দেখবি আমায় নতুন পাখির সাথে।’

‘কিন্তু দোস্তো, এই বয়সেও কি এমন করা সাজে?’
‘ক'দিন পর যখন করবি প্রেম নতুন মেয়ের সাথে-
ভেবে দেখেছিস শ্যামার তখন মনের অবস্থা কেমন হবে?’

‘তুই কি ভাবিস, শ্যামাও কি ধোয়া তুলসী পাতা! 
এই শ্যামাদের মনেও আছে নতুন স্বাদের আশা।
তাইতো তারা ঘুরে বেড়ায়, পরে স্লিভলেস হাতা
শপিংমল গুলিতো এখন এই মেয়েতে ঠাসা।’

গত ঈদে যখন কিনতে গেলাম- পাঞ্জাবি আর গেঞ্জি
বের হতে থাকা এক মেয়েকে বলতে শুনি-
‘দেখ! দেখ!! জোশ হ্যান্ডসাম, হেভী ম্যানলি।’

সজলের কথার ধরণ দেখে আমরা সবাই হাসি,
পিঠ চাপড়ে দিয়ে বলি- 
‘সজল মামু, ইউ আর ডুইং জাস্ট রাইট’
সন্ধ্যা হয়েছে, বাড়ি যাব, সবাইকে ‘গুডবাই’।

আড্ডার শেষে ফিরছি বাড়ি, হাটছি আপন মনে।
হঠাত ভাবী-এই দুনিয়ায় আরো অনেক শ্যামা-সজল আছে,
প্রেমকে যারা পণ্য বানায় আধুনিকতার নামে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ