কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে খুব আশায় আছি। আরও কিছু মজার খেলা
দেখতে পারবো মনে হচ্ছে এই নির্বাচনে। অনেক নেতাই সেখানে মেয়র হওয়ার
স্বপ্ন দেখছেন। নবীন আর প্রবীনের চমতকার মিশেল আছে। তবে মজা পেতাম, বিএনপি
সরাসরি কাউকে সমর্থন দিলে খেলাটা আরও জমবে। খালেদা আপার কাছে অনুরোধ করছি
সাক্কু ভাইকে নমিনেশন টা দিয়ে দেন। খেলাটা খুব সুন্দর হবে। অন্যদিকে শেষ
বয়সে এসে মেয়র হতে পারাটা জীবনের শ্রেষ্ঠ অর্জন হতে পারে অভিজ্ঞ আফজাল
ভাইয়ের জন্য। বাহার ভাইকে সমর্থন দেয়া বুদ্ধিমানের কাজ হবে না। কারন তিনি
এমনিতেই একজন প্রতিনিধি। নির্বাচনে হেরে গেলে আম ছালা দুটোই যাবে। আমার
কাছে তানিম ভাইয়ের সম্ভাবনাও আশানুরূপ মনে হচ্ছে। তানিম ভাইয়ের রয়েছে শহর
ব্যাপী তারুন্য নির্ভর সমর্থক বাহিনী। চরম একটা যুদ্ধাযুদ্ধি হবে বলেই
আমার বিশ্বাস। তানিম-সাক্কু-ইয়াছিন-আফজাল-বাহার (অপশনাল)। গোনায় ধরতে
পারছি না শ্রদ্ধেয় এয়ার আহমেদ সেলিম এবং দীন মোহাম্মদ ভাইদের। মনে হয় না
তারা কুলিয়ে উঠতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন