সোমবার, ২১ নভেম্বর, ২০১১

জনতার শক্তি অসাধারণ

জনতার শক্তি অসাধারণ
পরিশ্রম করে ওরা দারুণ।
আসুন সকলে ওঠে পড়ে
মাজা বেঁধে সব নড়ে-চড়ে।

নেই আগে ভাগে দেশটা গড়ে
ফুর্তি করবো সব মিলে পরে।
নতুবা কী করে রবো এ ভূবনে
দেশ গড়তে ভাবুন মনে-প্রাণে।

লাগি মাজা বেঁধে এঁটে-সেঁটে
আগে গড়ি দেশটা খেটে-খুটে।
৭১ এর ন্যায় সব মাঠে-ঘাটে
যে যেখানে আছি যাই খেটে।

না থেকে একই পুরোনোবৃত্তিতে
অন্যায় গুঁড়ে ঘুরি নব আবর্তে।
করি সকলে দেশ গড়ার লড়াই 
দুষ্টুচক্র বলবে সব আগে পালাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ