বুধবার, ২৩ নভেম্বর, ২০১১

নীড় হারা পাখি


অন্ধকারটা ভীষন কালো আকাশের আলো
চোখ পুড়ে যায়,
নীড় হারা পাখি করে ডাকাডাকি জীবনের সে
হিসেব মিলায় ,
হিসেবের ভুলে দিন যায় চলে আধারেতে পাখি
মুখটা লুকায়,
আধারেতে সুখ আধারেতে দুখ আধারেতে থাকে
ভালবাসায়,
নীল নীল জলে খাল নদী বিলে উড়ে যায় পাখি
স্বপ্ন সাজায় ,
স্বপ্নরা ভালো স্বপ্নরা আলো ভেবে যায় পাখি
নীড় ফিরে পায় ।
গান গায় পাখি রাত জাগা থাকি করুন সুর তার
উঠে বেহালায় ।
একা একা সুর হয়ে আসে ভোর ক্লান্ত পাখি
গানটা থামায়,
উড়ে যায় পাখি আধারেতে নাকি
কোন সে অজানায়?

বোনাসঃ একটা সুন্দর রবীন্দ্র সংগীত দেখুন-শুনুন "যখন ভাঙ্গল মিলন মেলা"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ