মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১১


যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তা এ কথার সত্যতা স্বীকার করেছেন যে, ইরান ও লেবাননে মার্কিন গুপ্তচরদের কয়েকটি চক্রকে নির্মূল করা হয়েছে। এসব কর্মকর্তা বলেছেন, ইরানি গোয়েন্দা কর্মকর্তারা সিআইএ'র পক্ষে গুপ্তচরবৃত্তি পরিচালনাকারী বহু লোককে আটক করতে সক্ষম হয়েছেন।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ (মঙ্গলবার)আরো জানিয়েছে, লেবাননের ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলন হিযবুল্লাহও দেশটিতে সিআইএ'র গুপ্তচরদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নিয়েছে। এর ফলে, যুক্তরাষ্ট্র লেবাননে গোয়েন্দা তৎপরতা সীমিত করতে বাধ্য হয়। সূত্রটি জানিয়েছে, মার্কিন সরকার এখন ইরান ও লেবাননে তাদের অর্থে লালিত এজেন্টদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে। লেবাননে চলতি বছর সিআইএ'র বেশ কয়েকজন এজেন্টকে আটক করার পর দেশটিতে সিআইএ'র তৎপরতা হুমকির মধ্যে পড়ে।
গত জুনে লেবাননের হিযবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ ঘোষণা করেন, তার দল সিআইএ'র অন্ততঃ দু'জন এজেন্টকে আটক করেছে। মার্কিন সরকার সিআইএ'র এ দুর্বলতার জন্য সংস্থাটির কর্মকর্তাদের ভর্ৎসনা করেছে। এ ছাড়া, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে নিযুক্ত তার এজেন্টদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে দুর্বোধ্য পদ্ধতি ও যন্ত্রপাতি ব্যবহার করছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ