মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১১

টাকার পরিণতি কি জিম্বাবুইয়ান ডলার এর মত হবে? !!!!!!!!!!!

এটিএম থেকে টাকা তুললাম। নতুন কড়কড়ে বঙ্গবন্ধু নোট। নতুন নোট পেলে আগে খুব খুশী হতাম। এবার কেন জানি খুশি না হয়ে শংকিত হলাম।

এবারকার নোটগুলোর নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে বড় বড় বিজ্ঞাপণ পত্রিকায় পাতায় দেখে বাড়তি একটা আগ্রহও ছিল।কিন্তু সেই নোট হাতে পেয়ে আগ্রহ নিভে গিয়ে শংকাগ্রস্ত হলাম। তবু এটিএম এর টাকা, তাই জাল হবেনা এমন একটা ভরসা ছিল। ভরসা এখনও আছে কিন্তু দুঃখের বিষয় হল টাকাগুলো কেউ নিতে চাইছেনা। টাকাগুলো চালাতে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।

আমরা বাংলাদেশের মানুষ। হাজারো ভোগান্তি আমাদের নিত্যসঙ্গী। তাই নতুন এই ভোগান্তিও মেনে নিয়েছি। কিন্তু আজকের এই ভোগান্তি যে একদিন চরম দূর্ভোগে পরিণত হতে যাচ্ছে সেটা ভেবেই নতুন নোট পেয়ে সবচেয়ে বেশি শংকিত হয়েছিলাম।

এত এত নতুন নোট ছাপানো এবং এর বিপরীতে ডলারের রিজার্ভ কমে যাওয়া মিলিয়ে টাকার মান যেভাবে কমতে শুরু করেছে তাতে করে আমাদেরকেও একদিন জিম্বাবুয়ের মত ব্যাগভর্তি টাকা নিয়ে পকেটভর্তি বাজার করতে না হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ