মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১১

কাদের সিদ্দিকীকে যুদ্ধাপরাধী বলায় মানহানি মামলা


কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে যুদ্ধাপরাধী বলায় আওয়ামী লীগের সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহানের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের ঢাকা মহানগরের আইন বিষয়ক সম্পাদক মাহাবুব হোসেন 
রানা। আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করা হয়। দুপুর ১২টার পর আদালত এ বিষয়ে শুনানি করবে। মামলার এজাহারে বলা হয়, টাঙ্গাইলের সখীপুরের সংসদ সদস্য এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান গত ১৬ই নভেম্বর সখীপুরে এক জনসভায় কাদের সিদ্দিকীকে যুদ্ধাপরাধী বলেন। শাহজাহান ওই সভায় বলেছেন, যারা মুক্তিযুদ্ধের সময় লুণ্ঠন, ডাকাতি, ধর্ষণ ও মানুষ খুন করেছে তারাই যুদ্ধাপরাধী। যেহেতু কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইল সোনালি ব্যাংক থেকে ১৯ লাখ টাকা লুণ্ঠন করেছেন এবং যুদ্ধের সময় নিরপরাধ লোককে হত্যা করেছেন, সেজন্য তার বিচার হওয়া উচিৎ। বাদী আরজিতে বলেছেন, কাদের সিদ্দিকীকে যুদ্ধাপরাধী বলে গোটা জাতি তথা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করেছেন আসামি শাহজাহান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ