আহারে! উনি ওয়ান ডে দল থেকেও বাদ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল থেকে বাদ পড়া মোহাম্মদ আশরাফুল পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও সুযোগ পাননি। শুক্রবার ঘোষিত হয়েছে ১৫ সদস্যের দলটি।
একমাত্র টি-টোয়েন্টিতেও অংশ নেবে এই দলটি। তবে শাহরিয়ার নাফীসকে শুধু ওয়ানডে সিরিজের জন্যই দলে রাখা হয়েছে।
আশরাফুল উপেক্ষিত হলেও তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন অলরাউন্ডার ফরহাদ রেজা।
গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে ৭ উইকেট নেয়া ইলিয়াস সানিও সুযোগ পেয়েছেন এই দলে।
জ্বরের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটিও ম্যাচ খেলতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। সুস্থ হয়ে ওঠায় বাংলাদেশের সহ-অধিনায়কও ফিরেছেন দলে।
আশরাফুল ছাড়া বাদ পড়েছেন সোহরাওয়ার্দী শুভ ও শুভাগত হোম চৌধুরী।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্ল¬াহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, অলক কাপালি, নাঈম ইসলাম, নাসির হোসেন, আব্দুর রাজ্জাক, নাজমুল হোসেন, রুবেল হোসেন, শফিউল ইসলাম, ইলিয়াস সানি, ফরহাদ রেজা ও শাহরিয়ার নাফীস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন