বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১১

অলির গাড়ি ভাঙচুর

ছবি: উজ্জল ধর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম: পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদের গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

চট্টগ্রাম আদালত চত্বরে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।

নারী সাংসদ নিয়ে কটুক্তির ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে চট্টগ্রাম আদালত চত্বরে জাতীয় সংসদ পতাকাবাহী তার গাড়িতে ইট-পাটকেল ও জুতা নিক্ষেপ করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এ সময় আওয়ামী লীগ ও এলডিপির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ লাঠি চার্জ করে।

আদালত প্রাঙ্গণে এখনও দু’পক্ষ বিক্ষোভ মিছিল করছে। উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশ অলি আহমেদকে নিরাপত্তা বেস্টনি দিয়ে জেলা আইনজীবী সমিতির অফিসে নিরাপদ আশ্রয়ে রেখেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ