সোমবার, ২১ নভেম্বর, ২০১১

জাবিতে ভর্তি তালিকায় অনিয়মের অভিযোগ করার ছাত্রীর সঙ্গে ডীনের দুর্ব্যবহার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধা তালিকায় স্থান পাওয়ার পরও মৌখিক পরীক্ষার পরবর্তী তালিকায় নাম না থাকায় ডীন অফিসে অভিযোগ করতে গেলেও সংশ্লিষ্ট ডীন তাকে অকথ্য ভাষায় বকাঝকা করে কক্ষ থেকে বের করে দিয়েছেন। বড় ভাই সঙ্গে আনার অভিযোগে তাকে ভর্তির সুযোগ দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন ওই ডীন। কলা ও মানবিকী অনুষদের মানবিক ছাত্রী তালিকায় নাহিদ নাছরিন নিপা নামের এক ছাত্রীর অবস্থান ছিল ১৩২৬। কিন্তু মৌখিক পরীক্ষার পরবর্তী ফলাফলে নাম না থাকায় ওই ছাত্রী গত রোববার ডীন অফিসে অভিযোগ করতে আসেন। ডীন অধ্যাপক অসিত বরণ তাকে পরের দিন (গতকাল) আসতে বলেন। গতকাল দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে সঙ্গে নিয়ে ওই ছাত্রী ডীন সাথে দেখা করেন। আরো কিছু আবেদনপত্র জমা পড়েছে উল্লেখ করে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন ডীন। মেয়েটি ডীনের অফিস থেকে বেরিয়ে আসার পর এক কর্মচারী দিয়ে ওই ছাত্রী নিজ কক্ষে ডেকে পাঠান তিনি। কেন বড় ভাইকে সাথে নিয়ে এসেছো জানতে ডীন তাকে অকথ্য ভাষায় বকাঝকা করেন। তিনি ওই ছাত্রীকে বলেন, আমরা তোমাকে আর ভর্তির সুযোগ দেবো না দেখি তোমার বড় ভাই কি করেন। এছাড়া বিজ্ঞান বিভাগের মেধা তালিকায় ৩৭, ৫৪ ও ২১৪ তম অবস্থানে থাকা প্রার্থীদের নাম মাদ্রাসা পড়ার অভিযোগে বাদ দিয়েছেন ডীন অধ্যাপক অসিত বরণ পাল। উল্লেখ্য গতবছর এক ছাত্রকে একই অভিযোগ করতে আসলে তাকে চড় মারেন তিনি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ