শুক্রবার, ৪ নভেম্বর, ২০১১

২০১১ সালে আবিস্কৃত ১০ টি নতুন প্রজাতির প্রানী । না দেখলে মিস করবেন কিন্তু ...


আজ আপনাদের সাথে শেয়ার করছি । ২০১১ সালে আবিস্কার হওয়া সম্পুর্ন নতুন ১০ টি প্রজাতি । যা হয়তো সচক্ষে আমাদের দেখার সৌভাগ্য হবে না । কারন এই বিরল প্রজাতির প্রানী গুলো আজও পৃথিবীর মানুষের কাছে অজানাই রয়ে গেছে ।

তাই কথা না বাড়িয়ে চলুন দেখে নেই ছবি গুলো ।

১০। Caerostris darwini, Darwin’s Bark Spider

এই মাকড়সা ২০০৯ সালে আবিস্কৃত হলেও মানুষ জানতই না যে এরা ৮২ ফুট দৈঘ্যর জাল বুনতে সক্ষম । যা সম্প্রতি মাদাগাসকার দ্বীপে আবিস্কার হয়েছে ।




০৯। Tyrannobdella rex, the “tyrant leech king”

মাত্র ২'' সাইজের এই প্রানিটি বিখ্যাত তার দাতের জন্য যা কিনা এক পাটির এবং মারাত্নক বিষধর ।



০৮। Halomonas titanicae, a rust-eating bacterium
সম্প্রতি আবিস্কৃত এক ব্যাকটেরিয়া , যা আবিস্কার হয় আটলান্টিকের ১২০০০ ফুট গভীর তলদেশে ।



০৭। Mycena luxaeterna, “eternal light” fungus
ব্রাজিলের সাই পাওলো তে আবিস্কৃত এই ফাংগাসের/মাশরুমের বৈশিষ্ঠ হলো এটা আলো ছড়ায় , যা কিনা একপ্রকার রেডিয়ামের মতো কাজ করে ।


০৬। Saltoblattella montistabularis, a high jumping cockroach

লাফ দেয়ার অধিকারী এই তেলাপোকা দক্ষিণ আফ্রিকাতে সম্প্রতি আবিস্কার করা হয় ।



০৫। Varanus bitatawa, a gigantic fruit-eating monitor lizard

ফিলিপিনে আবিস্কৃত এই টিকটিকি টি ৬ ফুট লম্বা । কিন্তু চমকপ্রদ বিষয় হল এর প্রধান খাবার ফলমুল । কি বিষ্ময়কর !



০৪। Philantomba walteri, “Walter’s Duiker”

এটি একধরনের শাবক গোত্রীয় প্রানী যা পশ্চিম আফ্রিকাতে আবিস্কার হয় ।




০৩। Glomeremus orchidophilus, a raspy cricket

ভারতীয় সমুদ্র উপকুলে এই ঝিঝি পোকা সম্প্রতি আবিস্কার হয় ।



০২। Psathyrella aquatica, aquatic mushroom

নতুন প্রজাতির এই মাশরুম টি আবিস্কার হয় আমেরিকান উত্তরের একটি নদী তে



০১। Halieutichthys intermedius, Louisiana pancake batfish

গালফ সাগরে আবিস্কৃত এই মাছ যেন সমুদ্রের নীচের বাদুর । যা এই বছরেই প্রথম আবিস্কৃত হয় ।




আশাকরি পোষ্ট টি ভাল লাগবে । প্রত্যেকটি প্রজাতির নামের পাশে সায়েন্টিফিক নাম দেয়া আছে, তাই আপনি চাইলে এ থেকে আরও বেশি জানতে পারবেন ইন্টারনেটে। ভালো লাগলে জানাবেন । অগ্রীম ঈদ মোবারক ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ