রবিবার, ৬ নভেম্বর, ২০১১

এটা কি আনন্দ উল্লাস নাকি শোক?

undefined এটি একটি বিধর্মী দেশের গরু। তাই কুরবানিতে তার কোন প্রতিক্রিয়া হবার কথা নয়। উল্লেখ্য, আমাদের এখানে আজ ঈদ হয়ে গেছে যদিও স্থানীয় কোন মুসলিম নাই। আর আমরা যারা অন্য দেশের মুসলিম নাগরিক তারা ইচ্ছা ও সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিতে পারি না।কারন সিটি কর্পোরেশনের পারমিশন ও তত্ত্বাবধানে এগুলো করতে হয় ।এমনকি মুরগিও বাহিরে জবাই দেওয়া যায় না। তাই পশুরা এখানে আজ স্বাধীন। কিন্তু আজ বিকেল থেকে আমার বাসার কাছেই একটি গোয়ালঘরে গরুগুলো হাম্বা হাম্বা করে আমার ঘুমের বারোটা বাজিয়ে দিলো।আজ কোরবানি ঈদের দিন তাই কৌতূহলবশত গেলাম গোয়ালঘরের সামনে।কিন্তু তাদের অনবরত হাম্বা হাম্বা করার মানে বুজলাম না। এটা কি কোরবানির হাত থেকে বেঁচে যাওয়ার আনন্দ উল্লাস নাকি পৃথিবী জুড়ে স্বজন হারানোর শোক??
বিশেষজ্ঞদের কাছে জানতে চাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ