রবিবার, ১৩ নভেম্বর, ২০১১

কী পড়লাম??




চোরাবালি'র আইটেম গার্ল হলেন কণ্ঠশিল্পী কণা!!

বলিউডে এখন আইটেম গানের রমরমা যুগ। আমাদের দেশেও তার প্রভাব পড়তে শুরু করেছে। কণ্ঠশিল্পী, অভিনেত্রী, প্রযোজনা সংস্থার অধিকর্তা-এত সব পরিচয়ের বাইরে নতুন এক পরিচয়ে দর্শক-শ্রোতার সামনে আসছেন কণা। জীবনে প্রথমবারের মতো আইটেম গানে অংশ নিচ্ছেন তিনি। ছবিতে একটি ভিন্নধারার গান, নাচ কিংবা খানিকটা উন্মত্ততা ছড়িয়ে মজা করাই প্রধান উদ্দেশ্য থাকে আইটেম গানের। আর তাই রেদোয়ান রনির চোরাবালি ছবিতে থাকছে মজার এই আইটেম গান।

মারজুক রাসেলের কথা এবং ফুয়াদ আল মুক্তাদিরের সংগীত পরিচালনায় আইটেম গানটি গাইছেন কণা। পরিচালক রনি জানান, এ গানের সঙ্গে নাচবেন বিদেশে বড় হওয়া এ দেশেরই একটি মেয়ে। তবে মেয়েটির সঙ্গে ক্যামেরার সামনে কণার উপস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। বর্তমানে কণা সুইডেনে অবস্থান করছেন। হূদয় খান এবং হানিফ সংকেতসহ অনুষ্ঠানে অংশ নিতে গত ৯ নভেম্বর দেশ ছাড়েন তিনি। শো শেষ করে আগামী ১৬ নভেম্বর দেশে ফিরছেন তারা। ফিরে সেদিনই বাংলাভিশনে রাতের একটি লাইভ মিউজিক অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী কণা। অডিও অ্যালবামের সাফল্য, প্লেব্যাক এবং বিভিন্ন মাধ্যমে গানের অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। দেখা যাক আইটেম গানে কণাকে কীভাবে নেয় শ্রোতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ