বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১১

জীবনটাকেই ভালবাসি,তোমাকে না।।

খুব সত্য বললে কি রাগ হয়ে যাবে প্রেয়সী?
খুব কি এলেবেলে হয়ে যাবে চিঠির মিতালি?
বুকপকেটে সিগারেট রেখে কিভাবে বলি
তোমার জন্যে বাগানের গোলাপ শুকিয়ে ফেলেছি
ব্যালকনিতে
তোমার এক টুকরো ছায়া দেখবো এই ভেবে ?
কিভাবে গাঢ় হয় প্রেম?কিভাবে মিশে এক হয় দুই আত্না?
কিভাবে জলতরঙ্গ হয়ে যায় হাইড্রলিক হর্ণ?
আমি জানিনা।
আমি বুঝিনা
সুঢৌল বক্ষযুগল ক্যান ভাল লাগে?
ক্যান ভালো লাগে হিমশীতল স্পর্শ?
ক্যান অষ্টাদশীর দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকি?
ক্যান অগোচরে নগ্নতাকে দিয়েছি শিল্পের পরশ ?

তুমি ভালবাসো নদীর ঢেউ?
আমার ভাল লাগে নারীর ঢেউ,
ঢেউ খেলা আঁচল,
ভেজা চুল,
ভেজা পথ,
সৌরভ মাখা দম আটকে যাওয়া
হাওয়া,
ক্যান ভাল লাগে আমি জানিনা।।

তোমার ভাল লাগে গুছানো-পরিপাট সব?
আমার ভালো লাগে
ক্রেইক হওয়া দুনিয়া,
মাতাল চোখ,
এবড়ো থেবড়ো কণ্ঠে
প্রাণের চিৎকার,
বেওয়ারিশ লাশের সৎকার,
আমার ছেড়া জামা,
ক্যান ভাল লাগে জানিনা।।

চলো
ভালবাসার মিথস্ক্রিয়া দমিয়ে দেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ