রবিবার, ১৩ নভেম্বর, ২০১১

সময়কে ধন্যবাদ

সময়, তোমাকে ধন্যবাদ। তোমার বয়ে চলার সাথে আমাদের কত বড় বড় দুঃখ কষ্টও হয়ে যায় 'কিছুই না!' নইলে দুঃখের toxicityতে আমরা কেউ হয়তো হয়ে যেতাম উন্মাদ, কেউ বা অকালে ঝরে পড়তাম, আর কেউ হয়তো নিজেই নিজেকে শেষ করে দিতাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ