শেখ সেলিমের প্রতি মন্ত্রীরা, প্রশাসনের কর্মচারীরা বিরক্ত। তিনি প্রশাসনে ও রাজনৈতিক সিদ্ধান্তে অযাচিত হস্তক্ষেপ করেন। ভয়ে কেউ মুখ ফুটে তাঁর বিরুদ্ধে কিছু বলতে সাহস করেন না। সোহেল তাজকে তিনি চড় মেরেছিলেন অনৈতিক দাবী পুরনের জন্য। একই ভাবে তাঁর ভাই শেখ মনিকে বঙ্গবন্ধু প্রশ্রয় দিয়ে মাথায় উঠিয়েছিলেন। শেখ সেলিমের মত তিনিও প্রশাসনে অযাচিত হস্তক্ষেপ করতেন ও রাজনৈতিক সিদ্ধান্ত প্রভাবিত করতেন। বংগবন্ধু নিহত হওয়ার জন্য তাঁর অনেক দায় আছে।
শেখ সেলিম কয়েকদিন আগে জাতীয় সংসদে মন্ত্রীদেরকে ধোলাই করলেন। তাঁদের বিরুদ্ধে অপমান ও অসৌজন্য মূলক কথাবার্তা বল্লেন। প্রধানমন্ত্রী না থাকায় তিনি প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করলেন জাতীয় সংসদে। সবাই টেলিভিশনে তা দেখেছেন।
এত সাহস তিনি কি করে পান?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন