আজো আমি তাকিয়ে থাকি
অধরা সেই চাঁদের পানে,
আজো খুঁজি তোমায় আমি
দীঘির পাড়ে সিঁড়ির ধাপে।
পূর্নিমাও যে আঁধার ছিলো
সেদিন তোমার মুখের কাছে,
সেই তো আমি পাগল হলাম
আজও পাগল তোমার তরে।
দীঘি আছে, সিঁড়ি আছে
চাঁদের আলো যায় ছড়িয়ে,
তুমিই শুধু নাই হেথা আজ
হারিয়ে গেছো কোন সুদূরে।
কষ্টে বোনা কথার মালা
ঢেউ তুলে যায় শান্ত জলে,
আসবে কি আর এই কুটীরে
আসবে কি মোর মনের ঘরে............
অধরা সেই চাঁদের পানে,
আজো খুঁজি তোমায় আমি
দীঘির পাড়ে সিঁড়ির ধাপে।
পূর্নিমাও যে আঁধার ছিলো
সেদিন তোমার মুখের কাছে,
সেই তো আমি পাগল হলাম
আজও পাগল তোমার তরে।
দীঘি আছে, সিঁড়ি আছে
চাঁদের আলো যায় ছড়িয়ে,
তুমিই শুধু নাই হেথা আজ
হারিয়ে গেছো কোন সুদূরে।
কষ্টে বোনা কথার মালা
ঢেউ তুলে যায় শান্ত জলে,
আসবে কি আর এই কুটীরে
আসবে কি মোর মনের ঘরে............
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন