ক্ষুব্ধ বিনিয়োগকারীদের গণঅনশনে দাবি ছিল প্রধানমন্ত্রী যেন শেয়ার বাজার নিয়ে ভাবেন। দেশের অনেক সঙ্কটে তিনি ভূমিকা রাখলেও অজ্ঞাত কারণে এ খাতকে তিনি কৌশলে এড়িয়ে চলেছেন। কিন্তু অবশেষে তাকেই উদ্যোগ নি্তে হচ্ছে। এ লক্ষ্যে মঙ্গলবার এসইসির চেয়ারম্যান তার সঙ্গে দেখা করেছেন। এবং্বুধবার বাজার সংশ্লিষ্টদের সঙ্গে বঙ্গভবনে বৈঠকে মিলিত হবেন তিনি। তার হস্তক্ষেপ মানেই বুঝতেতো পারছেন। বাজারে সূচকের ব্যাপক উর্ধ্বমুখী দেলদেন হবে। বিনিয়োগকারী ভাই ও বোনেরা যারা বুঝেন প্লিজ টাকা সঙ্গে রাখুন। শেয়ার কিনতে প্রস্তুত হন। তবে বড় লাভের আশায় বিক্রি করতে দেরি করবেন না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন