মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১১

সাতক্ষীরা সীমান্তে পাচাররোধে কাজ করছে ছাত্রলীগ - খবরের লিংক পড়ে মন্তব্য করুন।

যাক, অন্তত একটা ভালো কাজ করছে তারা। প্রথম আলোতে ছাপিয়েছে। 

ছাত্রলীগ দিয়ে গুগল ইমেজ সার্চের রেজাল্ট:
Click This Link

মাদক ও অস্ত্র পাচাররোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরা সীমান্তে নতুন পদক্ষেপ হিসেবে ছাত্রলীগ কর্মীদের ব্যবহার শুরু করেছে। সীমান্তে অস্ত্র ও মাদকপাচার প্রতিরোধে ছাত্রলীগ কর্মীদের দিয়ে প্রতীকী মহড়া দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় ৪১ বর্ডার গার্ড বাংলাদেশের সাতক্ষীরা ৪১ ব্যাটালিয়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পর ছাত্রলীগ কর্মীদের দিয়ে মহড়া দেওয়া হয়। 

মতবিনিময়কালে সাতক্ষীরা ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এনায়েত করিম বলেন, পাচারকারীরা সীমান্ত দিয়ে মাদক, অস্ত্রসহ বিভিন্ন পণ্য পাচারে তত্পর রয়েছে। বিজিবির জনবল কম। অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধে ছাত্রলীগ কর্মীদেরকে কাল থেকে ব্যবহার করা হবে। সাতক্ষীরার দেবহাটা থেকে যশোরের গোগা সীমান্ত পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে ছাত্রলীগ কর্মীরা দায়িত্ব পালন করবে। এরই অংশ হিসেবে আজ ছাত্রলীগ কর্মীদের দিয়ে অস্ত্র ও মাদকপাচারের প্রতীকী মহড়া দেখানো হয়।
মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন মেজর মনিরুজ্জামান, ৩৮ ব্যাটালিয়নের মেজর আব্দুর রশিদ ও মেজর আজাদ হোসেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আবু আহম্মেদ, আব্দুল বারী, রঘুনাথ খাঁ, মনিরুল ইসলাম প্রমুখ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ