মাঝে মাঝে দেশের কিছু সমস্যা নিয়ে চিন্তা করি, তাদের সমাধান খুজি, তারই কিছু আজ শেয়ার করলাম আপনাদের সাথে। আমি আজকে আমাদের শিক্ষা, পুলিশ, যানজট নিয়ে আমার কিছু ভাবনা আপনাদের জানাব, আপনারা ও হয়ত একমত হবেন( নাও হতে পারেন)
১। শিক্ষা জাতির মেরুদণ্ড। যে দেশে শিক্ষিতের হার যত বেশি তাদের উন্নতির সম্ভবনা তত বেশি। আমাদের দেশে ও এই কথা উপলব্ধি করে বাজেট এ শিক্ষার জন্য মোটামুটি বরাদ্ধ দেয়া হয়( যদিও এই বরাদ্ধে কিছুই হয় না)। আবার আমাদের দাতা সংস্থাদের চাপ থাকে যেন শিক্ষা খাতে বরাদ্ধ ও ভুর্তকি কমানো হয় কিন্তু আমাদের দেশের বেশির ভাগ মানুষ সাধারন পরিবারের ফলে সরকার যদি ভুর্তকি না দেয় তবে আমাদের সাধারন ছাত্রদের পড়াশোনা চালানো কঠিন হয়ে পরবে। এখন সরকার যদি এমন কোন পদক্ষেপ নেয় যাতে যারা বিত্তবান তাদের বেশি বেতন দিতে হয় আবার যারা সাধারন তারা যেন বেতন কম দিয়ে পড়তে পারে। সরকার এই জন্য যেকোনো বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তি বিবরণীতে আয়কর প্রমান পত্র জমা বাধ্য করতে পারে,যা দেখে শিক্ষার্থীর বেতন,ফিস নির্ধারিত হবে।
লাভঃ ১।দেশের সাধারন ছাত্ররা কম খরচে পরতে পারবে।
২।সরকার শিক্ষা গবেষণা খাতে বরাদ্ধ বাড়াতে পারবে।
৩।আয়কর আদায়, নিরিক্ষা ইত্যাদি কাজের জন্য কর্মসংস্থান হবে।
২। বাংলাদেশ পুলিশের ব্যাপারে সাধারন মানুষের অনেক আগে থেকেই ধারনা আছে। পুলিশরা ঘুস খায় কারন তাদের চাকরি পাইতে, বদলিতে এছাড়াও নানা কারনে উপরের লেভেল এ টাকা দিতে হয়। তার উপর তাদের যেই বেতন দেয়া হয় তা অতি সামান্য, এই বেতনে সংসার চালানো নিতান্ত অসম্ভব। আপনি চিন্তা করে দেখেন রাস্তার যে ট্রাফিক সারাদিন রোদে পুড়ে জ্যাম ক্লিয়ার করে তার বেতন ৫০০০ টাকা!!! এই টাকাতে সে কিভাবে তার ফ্যামিলি চালাবে????? আমরা তো ঈদ এ, পূজায়, বন্ধ পাই কিন্তু তাদের বন্ধ কই???? তাদের কি ফ্যামিলি নাই??? এখন সরকার যদি তাদের বেতন বাড়াইতে চায় তাইলে সমস্যা হল অর্থ। এমন যদি হয় পুলিশ এর কাছে একটা স্লিপ বই থাকবে যার মাধ্যমে কেউ নিয়ম ভাঙলে, অবৈধ গাড়ি পার্ক করলে, পাবলিক প্লেস এ সিগারেট খেলে( হোক না জরিমানা ৫০ টাকা) তাকে জরিমানা করা হবে যার থেকে একটা নির্দিষ্ট অংশ পুলিশ মাস শেষে পাবে।
লাভঃ১। পুলিশ এর বেতন বাড়বে এবং তা সরকারের অনুদান বাদে।
২। পুলিশ তাদের বেতন বাড়ানোর জন্য যেকোনো অপরাধে জরিমানা করবে( অপপ্রয়োগ যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে)
৩। আইন শৃঙ্খলার উন্নতি হবে।
এরপর আমি যে বিষয়ে বলব তা আমাদের যানজট, যা আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি সমস্যা করে। আমি মনে করি এই সমস্যার সমাধানের জন্য গাড়ির উপর কর আরও বাড়ানো উচিত। ১ কোটি ৮০ লক্ষ মানুষের ঢাকা শহরে যানজটের চিত্র দেখলেই জিনিসটা আর ও ভাল বুঝা যায়।
ঢাকার যানজটের চিত্র দেখলেই দেখা যায় খালি গাড়ি আর গাড়ি, যার বেশির ভাগই প্রাইভেট কার। অন্যান্য শহরেও একই চিত্র। সরকার ভ্যাট বাড়ালেও কমছে না গাড়ি আমদানি। তাই সরকারের উচিত এর সাথে সাথে আর আরও নতুন রাস্তা নির্মাণ করা,গন পরিবহন নামানো, উন্নত ট্রাফিক ব্যাবস্থা করা।
সকলকে ধন্যবাদ পড়ার জন্য। যেকোনো সাধারন ভুল ক্ষমা করবেন আশা করি।ভাল থাকবেন।
১। শিক্ষা জাতির মেরুদণ্ড। যে দেশে শিক্ষিতের হার যত বেশি তাদের উন্নতির সম্ভবনা তত বেশি। আমাদের দেশে ও এই কথা উপলব্ধি করে বাজেট এ শিক্ষার জন্য মোটামুটি বরাদ্ধ দেয়া হয়( যদিও এই বরাদ্ধে কিছুই হয় না)। আবার আমাদের দাতা সংস্থাদের চাপ থাকে যেন শিক্ষা খাতে বরাদ্ধ ও ভুর্তকি কমানো হয় কিন্তু আমাদের দেশের বেশির ভাগ মানুষ সাধারন পরিবারের ফলে সরকার যদি ভুর্তকি না দেয় তবে আমাদের সাধারন ছাত্রদের পড়াশোনা চালানো কঠিন হয়ে পরবে। এখন সরকার যদি এমন কোন পদক্ষেপ নেয় যাতে যারা বিত্তবান তাদের বেশি বেতন দিতে হয় আবার যারা সাধারন তারা যেন বেতন কম দিয়ে পড়তে পারে। সরকার এই জন্য যেকোনো বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তি বিবরণীতে আয়কর প্রমান পত্র জমা বাধ্য করতে পারে,যা দেখে শিক্ষার্থীর বেতন,ফিস নির্ধারিত হবে।
লাভঃ ১।দেশের সাধারন ছাত্ররা কম খরচে পরতে পারবে।
২।সরকার শিক্ষা গবেষণা খাতে বরাদ্ধ বাড়াতে পারবে।
৩।আয়কর আদায়, নিরিক্ষা ইত্যাদি কাজের জন্য কর্মসংস্থান হবে।
২। বাংলাদেশ পুলিশের ব্যাপারে সাধারন মানুষের অনেক আগে থেকেই ধারনা আছে। পুলিশরা ঘুস খায় কারন তাদের চাকরি পাইতে, বদলিতে এছাড়াও নানা কারনে উপরের লেভেল এ টাকা দিতে হয়। তার উপর তাদের যেই বেতন দেয়া হয় তা অতি সামান্য, এই বেতনে সংসার চালানো নিতান্ত অসম্ভব। আপনি চিন্তা করে দেখেন রাস্তার যে ট্রাফিক সারাদিন রোদে পুড়ে জ্যাম ক্লিয়ার করে তার বেতন ৫০০০ টাকা!!! এই টাকাতে সে কিভাবে তার ফ্যামিলি চালাবে????? আমরা তো ঈদ এ, পূজায়, বন্ধ পাই কিন্তু তাদের বন্ধ কই???? তাদের কি ফ্যামিলি নাই??? এখন সরকার যদি তাদের বেতন বাড়াইতে চায় তাইলে সমস্যা হল অর্থ। এমন যদি হয় পুলিশ এর কাছে একটা স্লিপ বই থাকবে যার মাধ্যমে কেউ নিয়ম ভাঙলে, অবৈধ গাড়ি পার্ক করলে, পাবলিক প্লেস এ সিগারেট খেলে( হোক না জরিমানা ৫০ টাকা) তাকে জরিমানা করা হবে যার থেকে একটা নির্দিষ্ট অংশ পুলিশ মাস শেষে পাবে।
লাভঃ১। পুলিশ এর বেতন বাড়বে এবং তা সরকারের অনুদান বাদে।
২। পুলিশ তাদের বেতন বাড়ানোর জন্য যেকোনো অপরাধে জরিমানা করবে( অপপ্রয়োগ যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে)
৩। আইন শৃঙ্খলার উন্নতি হবে।
এরপর আমি যে বিষয়ে বলব তা আমাদের যানজট, যা আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি সমস্যা করে। আমি মনে করি এই সমস্যার সমাধানের জন্য গাড়ির উপর কর আরও বাড়ানো উচিত। ১ কোটি ৮০ লক্ষ মানুষের ঢাকা শহরে যানজটের চিত্র দেখলেই জিনিসটা আর ও ভাল বুঝা যায়।
ঢাকার যানজটের চিত্র দেখলেই দেখা যায় খালি গাড়ি আর গাড়ি, যার বেশির ভাগই প্রাইভেট কার। অন্যান্য শহরেও একই চিত্র। সরকার ভ্যাট বাড়ালেও কমছে না গাড়ি আমদানি। তাই সরকারের উচিত এর সাথে সাথে আর আরও নতুন রাস্তা নির্মাণ করা,গন পরিবহন নামানো, উন্নত ট্রাফিক ব্যাবস্থা করা।
সকলকে ধন্যবাদ পড়ার জন্য। যেকোনো সাধারন ভুল ক্ষমা করবেন আশা করি।ভাল থাকবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন