তুমি আমার না পড়া বই ,
হারিয়ে যাওয়া বর্ণমালা ,
রহস্যময়ই রুপকথার মায়াবিনী দ্বীপ ,
রাতের তারা ভরা আকাশ তুমি ,
তুমি আমার মরুভুমির সূর্য ,
তুমি হচ্ছ গহিন বনের বুনো অর্কিড,
ভোরের ফোটা লাল গোলাপ,
অশান্ত পাহাড়ি নদী ,
গোধূলির রাঙা আকাশ,
শরতের সাদা মেঘ,
বৃষ্টির শব্দ,
তুমি হচ্ছ আমার মুখের হাসি,
আমার কান্না , আমার সুখ ,
আমার জীবন , আমার মরন ,
আমার পৃথিবী,
তুমি হচ্ছ আমার তুমি ......
![]()
হারিয়ে যাওয়া বর্ণমালা ,
রহস্যময়ই রুপকথার মায়াবিনী দ্বীপ ,
রাতের তারা ভরা আকাশ তুমি ,
তুমি আমার মরুভুমির সূর্য ,
তুমি হচ্ছ গহিন বনের বুনো অর্কিড,
ভোরের ফোটা লাল গোলাপ,
অশান্ত পাহাড়ি নদী ,
গোধূলির রাঙা আকাশ,
শরতের সাদা মেঘ,
বৃষ্টির শব্দ,
তুমি হচ্ছ আমার মুখের হাসি,
আমার কান্না , আমার সুখ ,
আমার জীবন , আমার মরন ,
আমার পৃথিবী,
তুমি হচ্ছ আমার তুমি ......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন