রবিবার, ৬ নভেম্বর, ২০১১

সড়ক দূর্ঘটনার অন্যতম প্রধান কারন পুরাতন ট্রায়ার ব্যাবহার।যা ক্রয় বিক্রয় নিষিধ্য করার দাবী জানাই।

সারা বাংলাদেশে পরাতন টায়ার ক্রয় বিক্রয়ের বেশ কয়েকটি চক্র গড়ে উঠেছে। তাদের কাছে সামাজিক মূল্যবোধের চাইতে ব্যাবসায়িক মূল্যবোধ বেশী পরিলক্ষিত হয়। ১২০০থেকে ১৫০০টাকার মধ্যে পাওয়া যায় প্রতিটি টায়ার । রিকন্ডিশন টায়ার এর কথা বলে ক্রেতা সাধারনের সাথে এই গ্রুপটি চাতুরতা করে বিক্রি করে । এবং পরবর্তি সময়ে ক্ষতির সম্মুখিন হতে হয় ক্রেতাকে । খোঁজ নিয়ে জানা যায় যে , বিক্রয় উপযোগ্র টায়ারটি ছালি এবং গালা রঙ মেরে কিছুটা রিকন্ডিশন টায়ার এর মত দেখতে তৈরী করে ক্রেতার হাতে ছেড়ে দেয়া হয়। ক্রেতা সাধারন প্রথমত বিষয় টি উপলব্ধি করতে পারেন না। রিকন্ডিশর গাড়ীর পার্টস এর সহজলভ্যতার কারনে পুরাতন চাকার আদলে বিষয়টি ক্রেতা সাধারন বেশ সহজ মনে করেন । যেখানে নুতন চায়না টায়ার ৩৬০০থেকে ১০০০০ টাকা পর্যন্ত যেকোন ধরনের গাড়ীর টায়ার পাওয়া যায় । সেখানে এক শ্রেণীর গাড়ীর মালিক বুঝতে না পারে ধোকায় পড়ছেন।

এই প্রতারণা বন্ধ করতে সরকার কে এখনই কার্যকর ব্যাবস্থা গ্রহন করতে হবে। পুরাতন টায়ার ক্রয় বিক্রয় বন্ধ করা জরুরী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ