বুধবার, ২ নভেম্বর, ২০১১

মুসলমানের হাসি

আমাদের দেশের কিছু মুসলমান এবং জাহেল পীর

১- আমাদের দেশের কিছু মুসলমান
আমাদের দেশের অনেক মুসলমান এমন আছেন যারা ইসলামের আমল-আখলাক নিজেদের মধ্যে প্রতিফলিত করেন না।
এদের উদাহরণ হলো সেই দুই ব্যক্তির ন্যায় যারা একঢি সফরে যাত্রা করেছিল । পখিমধ্যে দুইজনই ক্ষুধার্ত হয়ে পড়েছিলো। তখন তারা স্হির করলো রান্না করবে ।
একজন বললোঃ আমি বাজারে গিয়ে সওদা নিয়ে আসছি, তূমি ততক্ষণ জঙ্গল থেকে কিছু জালানি কূড়িয়ে নিয়ে এস ।
দ্বিতীয় জন বললো ঃ দোসত, তূমি জান না আমি এই বিরাট সফরের দ্বারা কতটা ক্লান্ত হয়ে পড়েছিা আমার পক্ষে এখন জ্বণিানি ফূড়ানো সম্ভব নয়।
প্রথম ব্যক্তি বেচারা নিজেই বাজার থেকে সওদা কিনে আনলো এবং নিজেই জঙ্গলে গিয়ে জ্বাণীনি কূড়িয়ে নিয়ে আসলো।
এরপর সে বললো: এবার ভাই তুমি আণ্ডন ধরাও, আমি চাউলণ্ডলি ধূই।
দ্বিতীয় ব্যক্তি বললোঃ এতটা ধৈর্য্য কোথায়? আমার শরীর একেবারেই ভেঙ্গে পড়েছে। প্রথম ব্যক্তি কাজ দুইঢি একাই করলো। এরপর বললোঃ আমি তরকারী কূটে নিচ্ছি, তূমি বসে বসে ভাতের হাঁড়িতে জাল দিতে থাক।
দ্বিতীয় ব্যক্তি বললোঃ বসে থাকা আমার পক্ষে মরণ।সফরে হেঁটে আমার পা দুইটা ব্যাথায় ঢ়ুরমার হয়ে যাঢেছা।
অতঃপর প্রথম ব্যক্তি ভাত-তরকারী সব একাই রান্না করে বললোঃ- এসো ভাই খাবার খেয়ে নেই।
তখন দ্বিতীয় ব্যক্তি বললোঃ অনেকক্ষণ থেকে তোমার সব কথাই অমান্য করে আসছি। আর কত অমান্য করা যায়? বার বার অমান্য করতে আমার লজ্জা লাগছো দাও অন্তত খাবারটা খেয়ে নেই ।
--আল-এফাযাতুল য়্যাওমিয়্যাহু, খন্ড ১, পৃষ্ঠা ১০৭ ।

২- জাহেল পীর
জাহেল পীরদের স্বভাব আাচর্য ধরণের। যখন যা মুখে আসে বলে। এইরূপ এক জাহেল পীরের ঘটনা। মুরীদ তার কাছে একঢি সূপ্নের কথা ব্যক্ত করে তাবীর জানতে চাইলো। মুরীদ বললো, হুযুর, গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি যেন আপনার হাতঢ়ি একঢি মধুর পাত্রে ড়ৃবানো রয়েছে আর আমার হাত একঢি পায়খানা ভর্তি পাত্রের মধ্যে ড়ূবানো আছে।
এতটূকূ বলা হতে না হতেই পীর সাহেব আনন্দের আতিশয্যে থাকতে না পেরে বলে উঠলো, হবে না? এইরূপই তো হবে! তূই যে ণ্ডনাহগার দুনিয়ার কূকূর তাই তোর হাত নাপাক পাত্রে ড়ূবানো থাকবে । আর আমি যে-বূষূর্গ আল্লাহ্বর ওলী তাই আমার হাত মধুর পাত্রে ড়ূবানো থাকে। মূরীদ বললো, হুযুর বলা এখনও শেষ হয়নিা তারপর দেখি আপনার হাতের আঙ্গুল আমি চাটছি, আর আমারু হাতের আঙ্গূল আপনি চাটছেন। এই শুনে পীর সাহেব রেগে মেগে মুরীদকে যা- ইচ্ছা তাই বলে গালাগালি করতে লাগলো।
মুরীদ স্বগ্ন দেখুক বা না-দেখুক, একঢি খুব সত্য বিষয়ের নির্দেশনা দিয়েছো কারণ পীর সাহেব মুরীদের সাথে সম্পর্ক জুড়েছিল দুনিয়ার স্বার্খের জন্যে যা- পায়খাপীর সমতূল্য। মুরীদের নাপাক হাত তাই পীর সাহেবকে চাটতে হয়েছো আর মুরীদ পীরের সাথে সম্পর্ক স্হাপন করেছিলো আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে যা- মধুর সমতূল্য । তাই মুরীদ মুধুতে ড়ূবানো পীরের হাত চেটেছে।
-আল- এফাযাতৃল য়্যাওমিয়্যাহ; খন্ড ৩ পৃন্ঠা ৪৯ ।

মওলানা আশরাফ আলী থানভী (র: )-এর "মাওয়ায়েয ও মলফুয়াত" বই থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ