বুধবার, ২ নভেম্বর, ২০১১

জাগো অরুনা।অনেক দেরী হয়ে গেছে।



আজ 37 বছর ভারতের মুম্বাইয়ের K.E.M হাসপাতালে চিরনিদ্রায় শুয়ে আছে অরুন শানবাদ। 37 বছর আগে এক অযাচিত ঘটনা ঘটে যাওয়ার জন্য অরুনাকে অনেক,অনেক বেশী মুল্য দিতে হয়েছে।
অরুনা শানবাগ কর্নাটকের এক প্রত্যন্ত গ্রামের মেয়ে 1973 সালে বুকে একরাশ স্বপ্ন নিয়ে কাজের সন্ধানে মুম্বাই আসে। মুম্বাইয়ের K.E.M হাসপাতালে সেবিকার কাজ পায়।এই হাসপাতালেই অরুনার সঙ্গে একজন কর্মচারীর প্রেমের সম্পর্ক গরে ওঠে। তারা ঠিক করেছিল বিয়ে করবে। কিন্তু হায় ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। ওই হাসপাতালেই কর্মরত এক বিকৃতকামী নিম্নশ্রেনীর কর্মীর কুদৃষ্টি অরুনার ওপর পড়ে। একদিন অরুনার পোষাক বদলানোর সময় আচমকা সোহনলাল সেই রুমে ঢুকে পড়ে এবং অরুনার ওপর অত্যাচার করে।কুকুর বাধার চেইন দিয়ে সে সেই সময় অরুনার গলায় আটকে রাখে এবং অরুনাকে নির্মমভাবে sodomise করে। গলায় চেইন বাধার ফলে ব্রেইনে অক্সিজেন পৌছাতে পারেনা ফলে অরুনা কোমায় চলে যায়। সেই থেকে আজ পর্যন্ত অরুনা কোমায়। 37 বছর। 37 বছরে সময় বদলেগেছে' পৃথিবী বদলে গেছে কিন্তু অরুনার ভাগ্য বদলায়নি বিন্দুমাত্র।কেউ জানেনা অরুনার আপনজনেরা কোথায়। 37 বছরে এই পৃথিবীর বুকে কতোশতো ঘটনা ঘটে যায়। শোহনলাল সাজা কাটিয়ে কবে জেল থেকে বেরিয়ে স্বাভাবিক জীবন কাটাচ্ছে। অরুনা কিছু জানেনা।আজকের পৃথিবীতে কম্পিউটার ইনটারনেট মোবাইল আরো কত কিছু আছে।অরুনা জানেনা। সেই কতো বছর আগে একউজ্জল সকালে মায়ের হাত ধরে যখন আমি প্রথম স্কুলে যাই তখনও অরুনা শুয়ে আছে আর আজও যখন আমি পরিপূর্ন এক মানুষ আজও অরুনা শুয়ে আছে মুম্বাইয়ের K.E.M হাসপাতালের বেডে। অরুনা যেন কালের গহরে হারিয়ে গেছে। কোনও দিন কি অরুনা আবার ফিরতে পারবে এই পৃথিবীর বুকে ????

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ