এক মুঠো অন্নই অমৃত সমান
হতদরিদ্র্য যদি লংকা-লবণ পান।
এটুকু খেয়েই অনেক তৃপ্তি পান
এক মুঠো অন্নই অমৃত সমান ।
হতদরিদ্র্য বিশ্বের যত জনগণ
নিরত সর্বত্র ওঁদের কষ্ট দারুণ।
এ কষ্ট সহ্য শক্তির বাইরে
দু:খ-কাতরতায় থাকে পড়ে।
হতদরিদ্র্য যদি লংকা-লবণ পান।
এটুকু খেয়েই অনেক তৃপ্তি পান
এক মুঠো অন্নই অমৃত সমান ।
হতদরিদ্র্য বিশ্বের যত জনগণ
নিরত সর্বত্র ওঁদের কষ্ট দারুণ।
এ কষ্ট সহ্য শক্তির বাইরে
দু:খ-কাতরতায় থাকে পড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন