রবিবার, ১৩ নভেম্বর, ২০১১

নদীমধ্যে গুরুসঙ্গ: আ জার্নি বাই বোট (১০)

ওরে আগুন আমার ভাই...
--রবীন্দ্রনাথ ঠাকুর

অকস্মাৎ বজ্রপাত।
আগুন ছড়ায়ে গেল কাঠের নৌকায়
ধাপে ধাপে
প্রথমে তো খাক হইল অগ্রভাগগুলা
গুরুর নিশান যথা
যেথা আগুন জ্বলতে থাকতো অহোরাত্র বেলজিয়াম গ্লাসে তৈরি
গ্যাসের চুলায়
বহ্নিদ্বারা আহ্নিকাদি সারা হইত তাতে
মই দিয়া
বই যোগে, টেগোরের--
তাহে হইত আগুন বন্দনা

তারা সব কয়লা হইয়া গেল!

ছিল কিছু স্টিলও
আর, বেলোয়াড়ি কাচের ঢলানি--
তাই গুরু ফুৎকারিল:
“মানি না! মানি না!!

রবি টেগোরের ভাই
আগুন কী করবে বাল
আমার নৌকার?
তোরা দে ফুঃ! তোরা দে ফুঃ!!”

যাত্রী যারা সেবকেরা
জাহাজেরা ডেকে ভাসা
অল্প অক্সিজেনঋদ্ধ ছাইমাখাবাতাস
খাইয়া টাইয়া ফুলাইয়া রইল গাল
যেনবা বেলুন–
পানিতে ভাসতে আছে লোলজিহ্ব
আগুনের নিচে…

গুরু বললো, “এখনি না–
আরো পরে ‘মানি না’, ‘মানি না’
প্রথমে তো দম বন্ধ
ফোলা গালে খোলা পালে
বাতাস আটকাও–তোরা নাসারন্ধ্র, পায়ুপথ,
আরো যা যা ছিদ্র আছে
দিয়া কর অনর্গল আরো আরো বায়ু উৎপাদন!”

যাত্রীমুখগহ্বরসমষ্টি ব্যাইপা ঘটিতহি আরো আরো বায়ু হুৎপাদন–

চেয়ারে দাঁড়াইন্না গুরু,
সকলের চাইতে উচ্চ,
বললো, “কিন্তু
গরম লাগতেছে খুব--
তোরা কিন্তু
আমি না বলার আগে
তোরা ফু দিবি না!”
[... ... ...]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ