রবিবার, ১৩ নভেম্বর, ২০১১

আকাশ দিল না ঠাঁই

অনন্ত ভালবাসা নিয়ে
গিয়েছিলাম
শুভ্র সকালে
শিশির ভেঁজা ঘাসফুল ছুঁয়ে
একটি ঠিকানাই চেনা ছিল

ভালবেসেছিলাম
হৃদয়ের আসনে বসিয়েছিলাম
ভাবিনি আর কিছু

পাখি হয়ে উড়লে
আকাশ ছুবেঁ বলে

অনন্ত প্রেমের
আশায়
তোলপাড়

একই বৃত্তে
আকাশ দিল না ঠাঁই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ