বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেওয়ার প্রলোভন দিয়ে ভর্তীচ্ছু এক ছাত্রীকে রাজশাহী সিটি কলেজের এক ছাত্র ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীর মা গত বুধবার রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানায় অভিযুক্ত ফিরোজের (২৫) বিরুদ্ধে একটি মামলা করেছেন। ঘটনার পর থেকে ফিরোজ পলাতক।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাজশাহী সরকারি সিটি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণীর ছাত্র ও মোহনপুর উপজেলার বাসিন্দা
ফিরোজ নগরীর হোসনীগঞ্জ এলাকার শিবগঞ্জ ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে। পাশেই একটি ছাত্রীনিবাসে থাকতেন ওই ছাত্রী। একপর্যায়ে ওই ছাত্রীর এক বান্ধবীর মাধ্যমে ফিরোজের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরই সূত্র ধরে ফিরোজ তাঁকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ১০ অক্টোবর নগরীর পাঠানপাড়ার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে ফিরোজ কৌশলে ওই ছাত্রীকে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিওচিত্র ধারণ করে। এ ঘটনা কাউকে জানালে ওই ভিডিওচিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলেও ফিরোজ ওই ছাত্রীকে হুমকি দেয়। গত ১৬ অক্টোবর ফিরোজ ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে আবারও পাঠানপাড়ার ওই বাড়িতে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে ওই ছাত্রী তাঁর মাকে বিষয়টি জানান। ওই ছাত্রীর বান্ধবী আইরিনের সহযোগিতায় ফিরোজ এ ঘটনা ঘটায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বৃহস্পতিবার ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ওই ছাত্রী পরীক্ষা করাতে রাজি হননি। তবে তদন্ত করে অভিযুক্ত ওই ছাত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডাক্তারি পরীক্ষা না করানোর ব্যাপারে ওই ছাত্রীর মা সাংবাদিকদের জানান, পুরুষ ডাক্তার দিয়ে পরীক্ষা করা হবে এবং ধর্ষণের পর অনেক দিন হয়ে গেছে_এ কারণে তাঁর মেয়ে পরীক্ষা করাতে রাজি হননি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ